বিমান বিধ্বস্ত হবার ৫ দিন পর মা-শিশুকে জীবিত উদ্ধার
কলম্বিয়ার
পশ্চিমে বিমান বিধ্বস্ত হবার ৫ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে এক নারী ও
তার শিশু সন্তানকে। আকারে ছোট ওই বিমানের যাত্রী ছিলেন কেবল তারাই।
দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হলেও, এ দু’ মা ও শিশু ৫ দিন পরও রয়ে যায়
প্রায় অক্ষত। এ ঘটনাকে কলম্বিয়ার বিমান বাহিনীর এক কর্মকর্তা অভিহিত করেছেন
‘অলৌকিক ঘটনা’ হিসেবে। এ খবর দিয়েছে বিবিসি। মারিয়া নেলি মুরিলো (১৮) ও
তার ১ বছর বয়সী ছেলেকে উদ্ধার করা হয় চোকো প্রদেশের বিমান বিধ্বস্ত হবার
স্থান থেকে। বিমান বিধ্বস্ত হবার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
উদ্ধারকারীরা তাদের জীবিত উদ্ধারের আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন। কিন্তু
অবশেষে তাদের পাওয়া যায় ৫ দিন পর। মুরিলোর শরীরে ক্ষত ও জ্বলে যাওয়ার চিহ্ন
দেখা গেছে। তবে তার শিশু সন্তানের অবস্থা বেশ ভালো। প্রসঙ্গত, মারিয়া
মুরিলো ও তার সন্তানকে বহনকারী জোড়া ইঞ্জিনের ছোট বিমানটি গত শনিবার চোকো
প্রদেশের রাজধানী কুইদিবো থেকে নুইকুই শহরে যাচ্ছিল। এক পর্যায়ে আলতো বাউদো
অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হবার কারণ স¤পর্কে জানা যায়নি
কিছুই। ঘটনার দুই দিন পর সোমবার উদ্ধারকারীরা বিমানের কাছে পৌঁছান। তারা
বিমানের পাইলটকে ককপিটে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় বিমানের দরজা খোলা
ছিল। কিন্তু মুরিলো ও তার সন্তান সেখানে ছিলেন না। এক পর্যায়ে ১৪ সদস্যের
উদ্ধারকারী দল পুরো জঙ্গলে তন্নতন্ন করে খুঁজতে থাকে। প্রায় ৩ দিন ধরে
প্রচেষ্টা চালানোর পর পাওয়া যায় মুরিলো ও তার সন্তানকে। কলম্বিয়ান বিমান
বাহিনীর কর্নেল হেক্টর কারাসকাল বলেন, এটি একটি অলৌকিক ঘটনা। খুবই বন্য
একটি এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল! মুরিলোর শিশু সন্তান স¤পূর্ন অক্ষত
থাকার বিষয়ে কর্নেল হেকটর বলেন, তার মায়ের ¯পৃহা ও মনোবল নিশ্চয়ই তাকে টিকে
থাকার শক্তি জুগিয়েছে।
No comments