৭৭ রানে হারলো বাংলাদেশ
জা
অ্যান্ড জি ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ৭৭ রানে জয়ী হলো। ৪৭
ওভারে ২৪০ রানে অলআউট বাংলাদেশ। ২২২ রানের মাথায় রুবেল আউট হয়ে গেলে
মুস্তাফিজ ও আরাফাত সানি ১৮ রান যোগ করেন। আরাফাত ৪০ বলে ১৪ রান করে
অপরাজিত থাকলেও মুস্তাফিজ ৯ রান করে এলবিডাব্লিউ আউট হন। ১২ বলের ইনিংসে
একটি চার হাঁকান মুস্তাফিজ। তার ব্যােেটও ছিল মুন্সিয়ানার ছাপ। মাশরাফির
পরে নাসির ৩২ রান করে আউট হন ২১৬ রানের মাথায়। বাংলাদেশের সব আশা তখনই
মিইয়ে যায়। অশ্বিনের স্পিনে পরিষ্কার বোল্ড আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক
মাশরাফি বিন মুর্তজা। একমাত্র তিনিই কোন রান করতে পপারেন নি। এতে ৩৫.৫ ওভার
শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৬/৭। ম্যাচের অর্ধেকটা বাকি রেখে অহেতুক
বড় শট খেলার খেসারত দেন সাকিব আল হাসান। এতে শঙ্কা বাড়ে ভক্ত-সমর্থকদের।
পরে ভক্তদের আশা জাগিয়ে নিজের উইকেট দেন সাব্বির রহমান। ৩২.৫তম ওভারে দলীয়
১৯৭ রানে সাজঘরে ফিরে যান বাংলাদেশের এ মারকুটে ব্যাটসম্যান। ৩৮ বলে ৪৩ রান
করেন সাব্বির। এর আগে ২১ বলে ব্যক্তিগত ২০ রানে সুরেশ রায়নার স্পিনের
বিপক্ষে অযথা ব্যাট হাঁকাতে গিয়ে ধাওয়াল কুলকার্নির হাতে ক্যাচ দেন সাকিব।
এতে ২৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৮/৫এ। টানা দু’টি অর্ধশত রানের
জুটি গড়ে ক্রিজে টিকে ছিলেন লিটন দাস। তবে ৩০ বলে ব্যক্তিগত ২৪ রানে
অকেশনাল স্পিনার সুরেশ রায়নাকে উইকেট দিয়ে বিদায় নেন মুশফিকুর রহীম। আর
অল্প বিরতিতে মুশফিকের পিছু নেন লিটনও। অক্ষর প্যাটেলের স্পিনে পরাস্ত
লিটন হয়ে যান বোল্ডআউট। ওয়ানডাউন ব্যাটসম্যান লিটন দাস ৫০ বলে করেন ৩৪
রােন। এর আগে লিটন-মুশফিক গড়েন ৫০ রানের জুটি। ২২ ওভার শেষে বাংলাদেশের
সংগ্রহ ছিল ১১৮/৪। এর আগে ১৫.১তম ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে বাংলাদেশ।
ক্রিজে ব্যাট হাতে ভক্তদের আশা দেখাচ্ছিলেন তরুণ তারকা লিটন কুমার দাস ও
সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। তবে ৩৪ বলে ৪০ রানের মারকুটে ইনিংস খেলে
সাজঘরে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। বাংলাদেশের দ্বিতীয় উইকেটও পান ভারতীয়
পেসার ধাওয়াল কুলকার্নি। এর আগে ব্যক্তিগত ৫ রানে তামিম ইকবালকে সাজঘরে
ফেরত পাঠান এ ভারতীয় পেসার। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৫১ রানের জুটি গড়েন
সৌম্য সরকার ও লিটন দাস। শেষ পর্যন্ত ৫৪ রানে ভাঙে এ জুটি। এতে ৯.২ ওভার
শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ৬২/২এ। মিরপুরে ম্যারাথন এক ওভার করেন
ভারতীয় পেসার স্টুয়ার্ট বিনি। ইনিংসের পঞ্চম ওভারে সৌম্য সরকারের ব্যাটে
জোড়া বাউন্ডারি খেয়ে দিশাহার স্টুয়ার্ট বিনি শেষে দেন টানা তিন ওয়াইড। এতে ৯
ডেলিভারিতে শেষ হয় বিনি ওভার। ৩১৮ রানের টার্গেটে শুরুতেই ধাক্কা খায়
বাংলাদেশ। দলীয় ৮ রানে উইকেট দিয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশ ওপেনার তামিম
ইকবাল। এর আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সাজঘরের পথ দেখান বাংলাদেশ
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যক্তিগত ৬৯ রানে মাশরাফির বলে শূন্যে
ক্যাচ তুলে দেন এমএস ধোনি। আর তা দারুণ দক্ষতায় তালুবন্দি করেন বাংলাদেশের
তরুণ তারকা মুস্তাফিজুর রহমান। এর আগে ভয়ঙ্কর হয়ে ওঠা ধোনি-রাইডুর জুটি
ভাঙেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই। এতে ভাঙে ধোনি-রাইডুর ৯৪
রানের জুটি। চাপের মুখেও ব্যাটে ছন্দ খুঁজে পান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং
ধোনি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যক্তিগত অর্ধশতক নিয়ে ক্রিজে
বহাল ভারত অধিনায়ক। টসে হেরে আগে ব্যাটিংয়ে ৪৫.২ ওভার শেষে ভারতের সংগ্রহ
২৬৮/৫। ওপেনার শিখর ধাওয়ানকে ফেরান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ভারতের দলীয় ১৫৮ ও ধাওয়ানের ব্যক্তিগত ৭৫ রানে ফেরান মাশরাফি। বিরাট কোহলি
ব্যক্তিগত ২৫ রানে সাকিব আল হাসানের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।
এর আগে মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে ভারতের ওপেনার রোহিত শর্মা সাজঘরে
ফেরেন ব্যক্তিগত ২৯ রানে । এই নিয়ে টানা তৃতীয়বার মুস্তাফিজের বলে আউট হলেন
ওয়ানডে ক্রিকেটা দুইবার ডবল সেঞ্চুরির কৃত্তিব দেখানো এ ভারতীয় ব্যৗাটিং
তারকা। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৭ রানে অপরাজিত আছেন।
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতকে প্রথম ওয়ানডেতে ৭৯ রনে ও দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আজ হোয়াটওয়াশের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদের বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন স্পিনার আরাফাত সানি।
বাংলদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত দল
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ধাওয়াল কুলকার্নি ও উমেশ যাদব।
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতকে প্রথম ওয়ানডেতে ৭৯ রনে ও দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আজ হোয়াটওয়াশের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদের বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন স্পিনার আরাফাত সানি।
বাংলদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত দল
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ধাওয়াল কুলকার্নি ও উমেশ যাদব।
No comments