সমকামী-হিজড়া কর্মীকে নিয়ে হোয়াইট হাউসে বিব্রতকর পরিস্থিতিতে ওবামা
বুধবার
হোয়াইট হাউসে সমকামী (এলজিবিটি) অধিকার কর্মীদের দাওয়াত দিয়েছিলেন মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা। এলজিবিটি প্রাইড মান্থ উপলক্ষে সমকামী, উভকামী ও
হিজড়া কর্মীদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে হোয়াইট হাউস। অনুষ্ঠানে
নিজের বক্তৃতার সময় হঠাত করে এক কর্মী চিৎকার করে তাকে প্রশ্ন করতে থাকেন।
এলজিবিটি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো বন্ধে ওবামা কী করেছেন, তা জানতে
চান ওই ব্যাক্তি। কিন্তু বক্তৃতার ব্যাঘাত ঘটিয়ে এ ধরণের প্রশ্নের কারণে
বেশ বিব্রত হন ওবামা। শেষ পর্যন্ত ওই ব্যাক্তিকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে
নেয়া হয়। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। জেনিকেট গুতিয়েরেজ নামের ওই কর্মী
মূলত হিজড়া। তিনি জানান, তিনি আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছেন। ওবামা
নিজের বক্তৃতা শুরুর কিছুক্ষণ পরই দর্শকসারির পেছনে দাঁড়িয়ে থাকা জেনিকেট
বলে উঠেন, প্রেসিডেন্ট ওবামা, সকল এলজিবিটি অভিবাসীদের মুক্তি দিন। তাদের
ফেরত পাঠানো বন্ধ করুন। তবে প্রথমেই বিরক্ত হননি ওবামা। ওবামা ওই জেনিকেটের
উদ্দেশ্যে বলেন, আপনি কিন্তু আমার ঘরে এসেছেন। কারো ঘরে আমন্ত্রিত হয়ে এ
ধরণের আচরণ করা কিন্তু ভদ্রোচিত নয়। বক্তৃতার ব্যাঘাত ঘটিয়ে আপনি কোনো
প্রশ্নের উত্তর পেতে পারেন না। তখনও ওই ব্যাক্তি না থামলে, এক পর্যায়ে
ওবামা বলেন, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার এমনটি করা উচিত হচ্ছে না। এক
পর্যায়ে নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে ওবামা বলেন, আপনারা কি এ ব্যাক্তিকে
বাইরে নিয়ে যেতে পারবেন? তবে সঙ্গে সঙ্গে জেনিকেটকেও বলেন, আপনি হয় এখানে
চুপচাপ থাকতে পারেন, অথবা আপনাকে আমাদের বের করে দিতে হবে। পরে অবশ্য
নিরাপত্তারক্ষীরা বের করে দেন তাকে। জেনিকেটের এ বিষয়টি ভালো লাগেনি
উপস্থিত অন্যান্য কর্মীদেরও। অনেকে তিরস্কার করেন তাকে। আরেক ব্যাক্তিকে
বলতে শোনা যায়, লজ্জিত কেবল তোমার হওয়া উচিত নয়, আমাদের সবারই হওয়া উচিত।
আবার অনেকে ওবামার নামে সেøাগানও ধরেন। তবে এ ধরণের ঘটনা এবারই প্রথম নয়।
ওবামা এর আগেও বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যুক্তরাষ্ট্রে
প্রায়ই এ ধরণের ঘটনার শিকার হন রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তারা।
No comments