‘বিরোধী শক্তি দমনে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার’ -খালেদা জিয়া
ক্ষমতায়
টিকে থাকতে বিরোধী শক্তিকে দমন করতে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে
মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক
নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি এ মন্তব্য
করেন। খালেদা জিয়া বলেন, সরকার ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশে বিরোধী দলের
অসংখ্য নেতা-কর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। এমনকি সাংবাদিক
দম্পতির নির্মম হত্যাকা- সংঘটিত হয়েছে-এ সরকারের আমলেই। তিনি বলেন,
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে
সরকার ফ্যাসিবাদী কায়দায় নির্মূল করেছে। ফলশ্রুতিতে এখনও অনেক বিরোধী
নেতা-কর্মী নিখোঁজ রয়েছে। কারাগারে ৫০ হাজারের মতো বিরোধী নেতা-কর্মী
সমর্থক দু:সহ জীবন কাটাচ্ছে এবং হয়রানীমূলক মিথ্যা মামলা কাঁধে বয়ে হাজার
হাজার নেতা-কর্মী পালিয়ে থেকে মানবেতর জীবনযাপন করছে। দেশের ধর্মপ্রাণ আলেম
ওলামারাও নৃশংস হত্যাকা- থেকে বাদ পড়েননি। এমনি প্রেক্ষাপটে দেশে আইনের
শাসন এখন অনুপস্থিত, মৌলিক-মানবাধিকারও ভুলুন্ঠিত। তিনি বলেন, জাতিসংঘ
ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নির্যাতিত
মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, মানবিকবোধে
উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই মানবতাবিরোধী
শক্তির পরাজয় নিশ্চিত করা সম্ভব।
No comments