ওবামার গ্রামে ওবামাদের দুর্দশা
বয়স মাত্র সাত বছর। জীবন জগৎ সম্পর্কে এখনো কিছুই জানে না। তবু নিজের নাম আর গ্রাম নিয়ে খুব উচ্ছ্বসিত সে। তার নাম বারাক ওবামা ওকোথ। গর্বে বুকটা ফুলে যায়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষের নামে তার নাম। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পৈতৃক গ্রাম কোগেলেই তার বাড়ি। ‘বারাক ওবামা কে?’ এমন প্রশ্নের উত্তরে শিশুর মুখে সবজান্তার ভাব আসে। থেমে থেমে বলে, ‘সে তো আমেরিকায় থাকে। বিরাট রাজা।’ বারাক ওবামা তখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন এডিন ওকোথের স্ত্রী অন্তঃসত্ত্বা। সেই মুহূর্তে তিনি ঠিক করে ফেলেন ছেলে হলে নাম রাখবেন বারাক ওবামা।
কেনিয়ার অবহেলিত দারিদ্র্যপীড়িত প্রত্যন্ত গ্রাম কোগেলির অনেক পরিবারেই আছে এমন কাহিনী। শুধু সন্তানের নাম নয়, রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে প্রায় সবকিছুই বারাক ওবামার নামে নামকরণ। ওবামার গ্রামে এমন অসংখ্য ওবামা রয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের বাবা বারাক হোসেন ওবামা সিনিয়র ১৯৩৬ সালে এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর গত সাত বছরে এই গ্রামে আসার ু‘সময় পাননি’। অশিক্ষা, দারিদ্র্য, রোগ, দুর্ভিক্ষ, মহামারী, পরিবেশ দূষণে আর বিদুু্যুৎহীনতার সঙ্গে কুস্তি লড়ছে এই গ্রাম। ২০০৮ সাল থেকেই এখানকার সব মানুষের স্বপ্ন- এবার আর অভাব থাকবে না। উন্নত হয়ে যাবে গ্রাম। কারণ একটাই! মার্কিন প্রেসিডেন্টের গ্রাম বলে কথা। কিন্তু গত সাত বছরে তাদের সে স্বপ্নের এক কানাও পূর্ণ হয়নি।
No comments