রাশিয়ায় বিরোধীদলীয় নেতা নেমৎসভকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে
রাশিয়ার
বিরোধীদলীয় রাজনীতিক বরিস নেমৎসভকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা
হয়েছে। শনিবার তদন্ত কমিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের বিবরণ এবং তার
চলাফেরা সম্পর্কে ঘাতকের জানা থাকার বিষয়টি উল্লেখ করে তদন্ত সংস্থা এ কথা
জানায়। হত্যাকাণ্ড তদন্তের দায়িত্বপ্রাপ্ত শক্তিশালী তদন্ত কমিটি ৫৫ বছর
বয়সী এই রাজনীতিককে চলন্ত গাড়ি থেকে গুলি করে হত্যা সম্পর্কে প্রথম বিস্তৃত
বিবৃতিতে বলেছে, ‘কোনো সন্দেহের অবকাশ নেই যে, এই অপরাধ এবং হত্যার জন্য
স্থান নির্বাচন নিখুঁত পরিকল্পনার মাধ্যমে করা হয়েছে।’ তদন্তকারীরা বলেছে,
তাদের বিশ্বাস নেমৎসভকে একটি গাড়ি থেকে রাশিয়ার সেনা ও পুলিশের ব্যবহৃত
মাকারভ পিস্তল দিয়ে পেছন থেকে গুলি করা হয়েছে। তদন্তকারীরা বলেন, তারা
ঘটনাস্থলে ছয়টি গুলির খোসা পেয়েছেন, যেগুলো ভিন্ন ভিন্ন কোম্পানির তৈরি, যা
তদন্ত কাজকে কঠিন করে তুলেছে। তদন্তকারীরা আরও বলেন, নেমৎসভের পরিকল্পনা
সম্পর্কে জ্ঞাত এমন কেউ এ ঘটনা সংঘটন করেছে। বিবৃতিতে বলা হয়, ‘তদন্তে দেখা
যায়, নেমৎসভ তার নারী সঙ্গীকে নিয়ে ঘটনাস্থলের অদূরে তার ফ্ল্যাটে
যাচ্ছিলেন। সুতরাং এটি সুস্পষ্ট যে ঘটনা সংঘটনকারী ও ঘাতকরা তার পরিকল্পিত
পথ সম্পর্কে অবহিত ছিল। এএফপি।
বিজ্ঞানী থেকে খেয়ালি নেতা বরিস নেমৎসভক
রাশিয়ায়
বিরোধীদলীয় নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমৎসভক রুশ রাজনীতির এক
আশ্চর্য অধ্যায়। অসম্ভব মেধাবী বিজ্ঞানী থেকে তিনি হয়ে উঠলেন সংস্কারক
রাজনীতিবিদ। দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার আগপর্যন্ত প্রেসিডেন্ট পুতিনের
কট্টর সমালোচক বলে পরিচিত ছিলেন। খেয়ালি এই নেতার মৃত্যু রুশ রাজনীততে এক
বড় শূন্যতা। রাশিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, বরিস নেমৎসভ বেড়ে
উঠেছেন সংস্কারের মধ্য দিয়েই। ১৯৫৯ সালের ৯ অক্টোবর দক্ষিণ রাশিয়ার শোচি
শহরে জন্মগ্রহণ করেন। গোর্কি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যায় পড়ালেখা করেছেন
তিনি। কোয়ান্টাম ফিজিক্স, থার্মোডাইনামিক্স ও শ্র“তিবিজ্ঞানের ওপর ৬০টির
বেশি বৈজ্ঞানিক গবেষণাধর্মী পেপার লিখেছেন তিনি। প্রতিষ্ঠানের সহকর্মীরা
তাকে ‘অসম্ভব প্রতিভাধর ঈশ্বরের উপহার বিজ্ঞানী’ বলে ডাকতেন। সোভিয়েত
ইউনিয়ন ভাঙার কয়েক বছর আগে এমপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক
ক্যারিয়ার শুরু। নব্বইয়ের দশকের শুরুতে প্রেসিডেন্ট বরিস ইয়েৎসিন তাকে
নিজনি নভগরতের গভর্নর হিসেবে নিয়োগ দেন। এ সময় তিনি ব্যাপক সংস্কারের কাজ
করেন। গণমাধ্যম স্বাধীনতাসহ নানা বিষয়ে তিনি উদারনীতি অবলম্বন করেন। ১৯৯৭
সালে রাজধানী মস্কোয় আসেন। জ্বালানিমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব
পালন করেন। শাসনকালের শেষ দিকে তার বিরুদ্ধে কয়েকটি অর্থনৈতিক কেলেংকারির
অভিযোগ ওঠে। সরকার ছেড়ে দল গঠনে মনোযোগী হন। ১৯৯৯ সালে আনাতলি চুবিয়াস ও
ইরিনা খাকামাদার সঙ্গে যৌথভাবে ডানপন্থী দল ইউনিয়ন অব রাইটস ফোর্সেস
(এসপিএস) গঠন করেন। সে বছরের নভেম্বরে ভাদিমির পুতিনের প্রেসিডেন্সির
পক্ষে শক্ত অবস্থান নেন তিনি। কিছুদিন পরে এই সমর্থন আবার প্রত্যাহার করেন।
বরিস নেমৎসভ তিনটি আত্মজীবনীমূলক বই লিখেছেন। তার একটি হচ্ছে- অ্যা রেবেলস
কনফেশন (বিদ্রোহীর জবানবন্দি)।
No comments