সময়ে সঠিক কথাটি বলাই বিনয় by আইরিন পারভীন খান
‘চাহিদার
ছোট পৃথিবীতে আমরা সবাই ধনী’ খুব ছোট কয়েকটি শব্দে সুখের সঠিক সংজ্ঞা।
সময়টি ২০১৩। প্রবাস জীবনের নিত্য টানাপড়েন। সন্তানের বয়ঃসন্ধির জটিলতা
বুঝতে পারা না পারার দ্বন্দ্ব। জীবনের সেই নতুন বাঁকে যেন নিজের কাছে নিজেই
অপরিচিত। আশেপাশের সবকিছু হয়ে উঠে অবিশ্বাসী, স্বার্থান্বেষী শত্রু। সে এক
যন্ত্রণাদায়ক সময়, যেন কষ্টকর সময়ের খোঁয়াড়ে বাধ্যগত বসবাস। দুঃসময়ে
আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কঠিন সময়ে নতুনভাবে নিজেকে গুছিয়ে নেয়া,
সন্তানদের সঙ্গে একজন বন্ধু হয়ে সাহসী মা হয়ে পাশে থাকার সময়। কিন্তু
পারিপার্শ্বিকতায় আমি তখন স্তব্ধ। এসময়ই সাহস ও আত্মবিশ্বাস ফিরে পেতে
সহায়ক হয়, অপূর্ব চৌধুরীর লেখা। লেখকের ভাষায় যা ‘দিনান্তের কথা’ পাঠক
হিসেবে আমার কাছে তা হয়ে উঠে দিনান্তের দর্শন। জীবনের বিষণ্ন সে সময়টিতে
নিজের ভেতরের বোধ আর ভাবনায় নাড়া দিলো ছোট ছোট কথাগুলো, বদলে দিলো সাধারণ
ভাবনা। ‘বিনয় মানে মিষ্টি মিষ্টি কথা নয়; সময়ে সঠিক কথাটি বলাই চরিত্রের
বিনয়। খোলা চোখে দেখতে শেখায় আমাদের চারিধারে ছড়িয়ে থাকা অনেক মানুষের
প্রয়োজনীয় মিথ্যার প্রকাশ ভালো মানুষ হওয়ার চাইতে ভালো দেখানোর প্রবণতা।
নিজের সঙ্গে নিজের করা নিত্য প্রবঞ্চনা। সুখী হওয়ার চেয়ে অন্যকে দেখানোতেই
সুখ খোঁজার মিথ্যা প্রয়াস। বোধ আর ভাবনাকে প্রভাবিত করে একজন পরিপূর্ণ
মানুষে পরিণত হওয়ার বীজ বুনতে থাকে অজান্তেই। কখনো তার কথার তীক্ষ্ণতা
নিজের ভেতরের বিবেককে অপরাধী করে ভাবিয়ে তোলে, এতো আমি, চারপাশের আমরাই,
একইসঙ্গে ভাবায় পরিবর্তনে আমাদের করণীয়। অনুকথার কথার মতো, ‘স্বভাবকে
স্বাভাবিক করার চেয়ে স্বাভাবিককে স্বভাব করে নিলে বাজে স্বভাব চলে যায়।’
ছোট ছোট কথা জীবনে প্রয়োজনীয় হয়ে ওঠে। একসময় সিদ্ধান্ত হয় বই আকারে প্রকাশ
হোক কথাগুলো। দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা ‘আগামী প্রকাশনী’ আন্তরিকতার
সঙ্গে রাজি হয় বই প্রকাশে। লন্ডনপ্রবাসী লেখক আর প্রকাশক ওসমান গনির মধ্যে
সমন্বয়ক হয়ে কাজ করার সুযোগ হয়। সব প্রিয়কথাগুলো সম্পাদনা হয়ে আসতে থাকে।
যেন এক সম্পদের ভাণ্ডার। বইটির প্রচ্ছদ করেন লেখক নিজেই। সম্পূর্ণ
স্বাধীনভাবে নিজের মতামত দেই সব বিষয়েই। দুর্লভ এই কাজের অভিজ্ঞতা নতুন
জীবন দেয়। প্রতিটি ভালো লাগার মুহূর্তে আমার সাংবাদিক বাবার উপস্থিতি অনুভব
করি। কথাগুলো মলাটবন্দি বই হয়, হয় অনুকথা। জীবনের ভেতরের আরেক জীবনের কথা,
বইয়ের ভূমিকার মতো, ‘অণু’ এবং ‘অনু’ শব্দদ্বয়ের দু’ অর্থ। প্রথমটি বোঝায়
অল্প বা ক্ষুদ্র অর্থে, কিন্তু অনুকথার ‘অনু’র অর্থ তা নয়; এখানে অনু মানে
পশ্চাৎ। অনুকথা সেই পেছনের আড়ালের কথা। এক জীবনের ভেতর জীবনের কথা বলছে;
বোধের পাঁজরে লুকিয়ে থাকা টুকরো টুকরো জীবন দর্শনই অনুকথার এক একটি ইটের
গাঁথা। অনুকথা দেশকে কাছে নিয়ে আসে। প্রিয়জনের আন্তরিকতার জানান দেয়। আমি
একা নই, ভালো কাজের সঙ্গে সরাসরি যুক্ত হন আপনজনরা।
No comments