প্রতিবাদ যখন গাছে
বাংলাদেশে
ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গাছে উঠে
বসে আছেন জালাল উদ্দিন মজুমদার নামে এক বৃদ্ধ। তিনি নিজেকে একজন দার্শনিক
হিসেবে বর্ণনা করেন। গাছে উঠার সময় তিনি সাথে নিয়েছেন একটি হারিকেন,
হ্যান্ড মাইক, দুটি ফেস্টুন ও কিছু শুকনো খাবার।
তার বক্তব্য, মানুষ মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তার প্রতিবাদেই তিনি অবস্থান নিয়েছেন গাছের ডালে। তিনি জানান, হরতাল-অবরোধ প্রত্যাহার ও আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধ’ বন্ধ করার জন্য তিনি এ কর্মসূচি পালন করছেন। তিনি আগামী ২৪ ঘণ্টা এই গাছে অবস্থান করে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে জানান।
তার বক্তব্য, মানুষ মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তার প্রতিবাদেই তিনি অবস্থান নিয়েছেন গাছের ডালে। তিনি জানান, হরতাল-অবরোধ প্রত্যাহার ও আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধ’ বন্ধ করার জন্য তিনি এ কর্মসূচি পালন করছেন। তিনি আগামী ২৪ ঘণ্টা এই গাছে অবস্থান করে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে জানান।
No comments