৩০ বছর পর মুক্ত গরিলা
থাইল্যান্ডের
রাজধানী ব্যাংককে একটি শপিং সেন্টারের চিড়িয়াখানা থেকে প্রায় ৩০ বছর পর
মুক্তি পেল একটি গরিলা। বহুতল শপিং সেন্টারটির ভেতরে অবস্থিত এ
চিড়িয়াখানাটি বেশ কিছু আইন ভঙ্গ করছে, এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে দেশটির
কর্তৃপক্ষ। চিড়িয়াখানার মালিককে কেবল গরিলা নয়, অন্য বড় জীবজন্তু সরিয়ে
নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে দ্য মিরর। খবরে বলা হয়েছে, বুয়া নই
নামে পরিচিত ওই গরিলাটি ব্যাংককের পাতা ডিপার্টমেন্ট স্টোরে ১৯৮৭ সাল থেকে
বন্দি অবস্থায় ছিল। এ শপিং মলের ষষ্ঠ ও সপ্তম তলায় ছিল চিড়িয়াখানাটির
অবস্থান। সেখানে বন মানুষ, বানর, চিতাবাঘ, বাঘ, ভল্লুকসহ ২০০টির মতো প্রাণী
ছিল। তারা সেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন কসরত প্রদর্শন করতো। ২০১০
সালে দ্য গার্ডিয়ানের একটি ভিডিও-তে দেখানো হয়েছিল বুয়া নই সহ একটি বাঘ বেশ
ছোট খাঁচার ভেতর অবস্থান করছে। অন্য প্রাণীদের অনেককে কৃত্রিম বেশভুষায়
বাধ্য করা হয়েছে। এ চিড়িয়াখানা থেকে সব প্রাণী মুক্ত করার একটি পিটিশনে গত
এক বছরে প্রায় ৫০ হাজার মানুষ স্বাক্ষর করেছে। খুবই আবদ্ধ অবস্থায় সূর্যের
আলোবিহীন প্রকোষ্ঠে এ প্রাণীগুলোকে থাকতে হয়েছে দিনের পর দিন। এ ছাড়া
নাগরিক কোলাহল তো ছিলই। অবশেষে কর্তৃপক্ষ সেখান থেকে গরিলাটিসহ অন্যান্য বড়
প্রাণী সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে চিড়িয়াখানার মালিককে।
No comments