৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ভিডিও
এবার
৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ভিডিও দেখার সুবিধা চালু করল ইউটিউব।
প্রযুক্তিপ্রেমীদের গুগলই প্রথম প্যানারোমা ভিডিও দেখার সুযোগ করে দেয়।
এবার তারা সেটা ইউটিউবেও চালু করল। ইউটিউবে গিয়ে ৩৬০ ডিগ্রি ভিডিও লিখে
সার্চ দিলেই এ সম্পর্কিত ভিডিও লিংক দেখাবে। প্রথম অবস্থায় ৩৬০ ডিগ্রির
অল্প কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। এসব ভিডিওর মধ্যে ওপেন কনসার্ট,
হেলিকপ্টার থেকে ল্যান্ডস্কেপ, কার রেসিংসহ আরও কিছু ভিডিও রয়েছে। প্রথম
অবস্থায় এসব ভিডিওর মান খুব একটা ভালো না হলেও ইউটিউব জানিয়েছে প্যানারোমিক
ভিডিওর মান বাড়ানোর প্রচেষ্টা চলছে। চাইলে ইউটিউব ব্যবহারকারী যে কেউ ৩৬০
ডিগ্রি প্যানারোমিক ভিডিও আপলোড করতে পারবেন। তবে এজন্য ৩৬০ ডিগ্রিতে ভিডিও
করতে সক্ষম এমন ক্যামেরা থাকা চাই। জাপানি ক্যামেরা রিকো থেটা এবং কোডাক
এসপি-৩৬০ ক্যামেরা দিয়ে প্যানারোমিক ভিডিও করা যায়। ওয়েবসাইট।
No comments