মেরন সান স্কুল এন্ড কলেজের চান্দগাঁও ক্যাম্পাসে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠান
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এক কিলোমিটারস্থ মেরন সান স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠান ১৬ মার্চ ২০১৫ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল ড. মোহাম্মদ সানাউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন। মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক জয়নাল আবেদিন লিটন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নুর কাশেম তালুকদার, কো-অর্ডিনেটর শিহাব উদ্দিন, শিক্ষক বেনজির এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কাজী মোহাম্মদ সাঈফ, রুবি আক্তার, ওসমান গণি প্রমূখ। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ক্রীড়া সংস্কৃতি সহ শিক্ষা কার্যক্রম শিশুদের দেহ ও মনন বিকাশে সহায়ক ভুমিকা পালন করে। এতে লেখা-পড়ায় শিশুদের উন্নতির দিকে ধাবিত করে। এবং সংস্কৃতি শিশুর মনে সঞ্চিত জীবনে প্রভাব বিস্তার করে, তা দিয়ে আগামী দিনে জাতি গঠনে শিশুরাই নির্মানের ভুমিকা পালন করবে।
No comments