দানবপ্রজন্ম বানাচ্ছে আইএস
ইরাক ও সিরিয়ার বর্বর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দানবপ্রজন্ম তৈরি করছে। শত শত শিশুসেনাকে অস্ত্র পরিচালন, আত্মঘাতী প্রশিক্ষণ ও শিরশ্ছেদের তালিম দিয়ে দুর্ধর্ষ খুনিতে পরিণত করছে তারা। আইএসের এ প্রজন্ম পৃথিবীবাসীর জন্য দীর্ঘমেয়াদি সমস্যার কারণ হবে বলে সতর্ক করছেন সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞরা। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, শিশুদের ভারি অস্ত্র প্রশিক্ষণ ও গুলি চালানোয় পারদর্শী করছে আইএস। পুতুল ব্যবহার করে শিরশ্ছেদের মহড়া দেয়া হয়। গত সপ্তাহে আইএস প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একজন ইসরাইলি চরের শিরশ্ছেদ করছে বছর দশেক বয়সের এক শিশু। ১৯ বছর বয়সী ওই ইসরাইলি-আরবের দিকে বন্দুক উঁচিয়ে পরপর তিনবার গুলি করে শিশুটি। হতভাগ্য মুহাম্মদ সাঈদ ইসমাইল মুসাল্লাম মাটিতে লুটিয়ে পড়লে ‘সাফল্য’ উদযাপনে আকাশের দিকে রাইফেল তুলে ধরে। এরপর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে।
জানা গেছে, শিশুটি ফ্রান্সের নাগরিক। বর্বর হত্যাকাণ্ডে শিশুদের ব্যবহারের এই দৃশ্য বিশ্বব্যাপী উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। চরমপন্থাবিরোধী থিংক ট্যাংক কুইলিয়াম ফাউন্ডেশনের গবেষক শার্লি উইন্টার বলেন, ‘এটা গভীর, অত্যন্ত গভীর উদ্বেগের বিষয় যে, এভাবে একটা প্রজন্ম তৈরি হবে যারা আইএসের মতবাদ ছাড়া কিছুই জানবে না। উত্তর ইরাক ও পূর্ব সিরিয়ার শিশুরা জন্মগতভাবেই চরমপন্থী হবে।’ তিনি বলেন, এই শিশুদের কিছু করারও নেই। মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী গোষ্ঠীর সবচেয়ে বড় শিকার তারাই। তবে এটি মানবজাতির জন্য দীর্ঘমেয়াদি সমস্যা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এদিকে আইএসের গত মাসে প্রকাশিত অপর ভিডিওতে দেখা যাচ্ছে, সিরিয়ার ‘কুবস’ ক্যাম্পে ৫ বছর বয়সী শিশুদের সামরিক স্টাইলে ট্রেনিং দেয়া হচ্ছে। হিউমান রাইটস ওয়াচ এক অনুসন্ধানে জেনেছে, সামরিক প্রশিক্ষণের জন্য শিশুদের ব্যাপকহারে নিয়োগ দেয়া হচ্ছে। গত বছরের নভেম্বরে জাতিসংঘ কমিশনের প্রতিবেদনেও এসব কথা উঠে এসেছে।
No comments