পাকিস্তানে গির্জায় বোমা হামলা
পাকিস্তানের লাহোর নগরীর একটি খ্রিস্টান এলাকার দুটি গির্জায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও আরও ৭৮ জন আহত হয়েছে। নগরীর ইউহানাবাদ এলাকার ক্যাথলিক এবং ক্রাইস্ট চার্চে এ হামলা দুটি চালানো হয়। খবর ডন। রোববারের প্রার্থনার ব্যস্ততম সময় এ জোড়া বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় মানুষ প্রার্থনায় অংশ নিতে গির্জায় যাচ্ছিল। তাই ওই এলাকাটি জনাকীর্ণ ছিল। পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রায়ই উগ্রপন্থী জঙ্গিদের হামলার শিকার হয়। পাকিস্তান তালেবানের একটি শাখা জামাতুল আহরার এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা হামলাকারীরা এ হামলা চালিয়েছে। তবে পুলিশ তাদের বক্তব্য নিশ্চিত করেনি। ২০১৩ সালে পাকিস্তানের পেশোয়ারের একটি গির্জায় এক ভয়াবহ বোমা হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারান।
এদিকে পুলিশের মুখপাত্র নাবিলা ঘানজাফার বলেন, দুটোই আÍঘাতী বোমা হামলা এবং এতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ ও একজন বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছেন বলে লাহোর পুলিশের ডেপুটি ইনসপেক্টর জেনারেল ইরফান আশরাফ নিশ্চিত করেন। নিহত ওই দুই নিরাপত্তা রক্ষী বোমা হামলাকারীদের গির্জায় প্রবেশে বাধা দিয়েছিলেন বলেও জানান পুলিশের ডেপুটি ইনসপেক্টর জেনারেল ইরফান আশরাফ। বোমা বিস্ফোরণের পর এর সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে বিক্ষুব্ধ জনতা জীবন্ত পুড়িয়ে মারে। উল্লেখ্য, লাহোরের ইউহানাবাদ হচ্ছে দেশটিতে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আবাসস্থল। এ অঞ্চলে ১০ লাখেরও বেশি মানুষের বসবাস। এদিকে, পাকিস্তানে প্রায়ই খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের টার্গেট করে এভাবে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। তারা এটাকে একটি ন্যক্কারজনক অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।
No comments