বিয়ের অনুষ্ঠানে ‘লক্ষ্যভ্রষ্ট’ রকেট: নিহত ২৬, আহত ৪৫
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় সেনবাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে লড়াইয়ের সময় কাছাকাছি অবস্থিত একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তালেবানের ছোঁড়া একটি রকেট আঘাত হানলে কমপক্ষে ২৬ জন প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। পুলিশের এক মুখপাত্র ফরিদ আহমেদ ওবাইদ এ তথ্য জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। তালেবানরা রকেটটি সেনাবাহিনীকে লক্ষ্য করে ছুঁড়লেও, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিয়ের অনুষ্ঠানে আঘাত হানে। এদিকে নিহতের সংখ্যা ৩০ ও আহতের সংখ্যা ৬০ জন হতে পারে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই অঞ্চলে গত ৬ মাস ধরে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। কনের চাচাতো ভাই আবদুল হালিম তার ৯ সন্তানের কোন হদিস এখনও পাননি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের মধ্যে তার ৯ সন্তান রয়েছে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন তিনি। বিয়ের অনুষ্ঠানের আনন্দ মিলিয়ে গিয়ে সেখানে এখন চলছে শোকের মাতম।
No comments