‘এখন শ্রম বাজার বন্ধ’
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw0SAYwJRsJNh-3-tE39AetACSF09Vy4yTnr9kOIJLkF-3IJqIpuGEutbL5eweN0dQRJ3MFJ1fTfSf8Axxi3YF6HNEwJD8rM07SdDmP1HAmt8uXqhN_rEvlos6Bdp9JcKBLoP3t1gA5d0/s1600/57218_r-7.jpg)
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা শ্রম বাজার চালু করেছিলাম, এখন শ্রম বাজার বন্ধ, আমরা আবার ক্ষমতায় আসলে শ্রম বাজার চালু করবো। তিনি বলেন, আমরা ছিলাম সংবিধান স্বীকৃত বৈধ সরকার। আজ বিকালে জাতীয় পার্টির ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ৩ টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন এরশাদ। এদিকে সমাবেশ মাঠে দলের প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশীদ এর সঙ্গে অপর প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতীর তর্কাতর্কির ঘটনা ঘটেছে। ফিরোজ রশীদের সাংসদীয় এলাকা থেকে তার অনুসারীরা দুটি হাতি নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করলে ফয়সাল চিশতীর সঙ্গে তার এ তর্কাতর্কি হয়। পরে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাদের শান্ত করেন। সমাবেশে উপস্থিত আছেন, প্রেসিডিয়াম সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জিএম কাদের, মশিউর রহমান রাঙা, মুজিবুল হক চুন্নু, ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম এমপি, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সুনীল শুভরায় প্রমুখ। সভায় সভাপতিত্ব করছেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
No comments