শিক্ষা, শিশু ও জাতি ধবংসের প্রতিবাদে মানববন্ধন
শিক্ষা,
শিশু ও জাতি ধবংসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষা ও
শিশু রক্ষা আন্দোলন। ‘শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন’ এর ব্যানারে সংগঠনটির
সমর্থকরা আজিমপুরের অগ্রণী, গার্লস এবং ভিকারুনন্নিসা স্কুলের সামনে
অবস্থান কর্মসূচি পালন করে। এ উদ্যেগের অন্যতম উদ্যেক্তা ঢাকা
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল
হক এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, আমরা সময়মতো আমাদের কর্মসূচি শুরু করি
১১:০০-র সময় অগ্রণী স্কুলের সামনে। এরপর ভিকারুন্নিসা হয়ে আজিমপুর গার্লস
স্কুলে যাবার পথে পুলিশ আমাদের বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। তারা
হরতালের দিনে সমাবেশ করা যাবে না এই কারণ দেখিয়ে বাধা দেয়। এরপর আমরা
ব্যানার ছাড়াই আজিমপুর গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াই। তবে অনলাইনের
বিপুল উচ্ছ্বাস ও সমর্থন সমাবেশস্থল পর্যন্ত বিস্তৃৃত হয় নি। জনা তিরিশেক
মানুষ উপস্থিত হয়েছিলেন আমাদের সমর্থন যোগাতে। আমরা অবশ্য তাতেই উৎসাহিত
বোধ করছি।
No comments