মিশরে আল-জাজিরার ৩ সাংবাদিকের পুনর্বিচারের রায়
মিশরের সর্বোচ্চ আদালত এক রায়ে আল-জাজিরার তিন সাংবাদিকের পুনর্বিচার শুরুর নির্দেশ দিয়েছে। এক মাসের মধ্যে নতুন করে বিচার প্রকিয়া শুরু হবে। মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে মিশরে নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন তারা। ওই তিন সাংবাদিক- অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রেস্ট, মিশর ও কানাডার যৌথ-নাগরিক মোহাম্মদ ফাহমি ও মিশরের নাগরিক বাহের মোহাম্মদের করা আপিল আবেদনের শুনানির প্রেক্ষিতে রাজধানী কায়রোর আদালত এ নির্দেশ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে অভিযোগ অস্বীকার করে সাধারণভাবেই প্রতিবেদনটি পরিবেশন করেছিলেন বলে স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন তারা। তবে বিচারকদের সিদ্ধান্তে এ সময় জেলেই কাটাতে হবে আল-জাজিরার ৩ সাংবাদিককে। এরই মধ্যে ১ বছর জেল খেটেছেন তারা। ২০১৩ সালে এক সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা করার অভিযোগ এনে ওই সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়।
No comments