নয়া আইজিপি’র ৩ চ্যালেঞ্জ
প্রধানমন্ত্রীর
আস্থা ও বিশ্বাস রক্ষা করবেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
একেএম শহীদুল হক। বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে আইজিপি বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে
দায়িত্ব দিয়েছেন তা সকলের সহযোগিতায় যথাযথভাবে পালন করতে চাই। তিনি
জনস্বার্থ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা- এ তিনটি বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখে
জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলের
সহযোগিতায় জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো। জননিরাপত্তা,
জনশৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় যদি কোন অন্তরায় হয় তা মোকাবিলা করার জন্য যা
করার দরকার সবই করবো। অতীতের মতো পুলিশ সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে
জানিয়ে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ দূর
করা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। এ জন্য যা করতে হয় তাই করা
হবে বলে জানান তিনি। সকলের দোয়া চেয়ে একেএম শহীদুল হক বলেন, গণমুখী পুলিশি
ব্যবস্থা চাই। এ জন্য গতানুগতিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জনগণের সঙ্গে
পুলিশের দূরত্বও দূর করতে হবে। পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গি ও দূরত্ব ঘোচাতে
পারলেই গণমুখী পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা যাবে। পুলিশের নবনিযুক্ত
আইজিপি বলেন, অন্যায়ের জন্য অতীতে কোন পুলিশ সদস্যকে প্রশ্রয় দেয়া হয়নি।
এখনও প্রশ্রয় দেয়া হবে না। পুলিশের কোন সদস্যের নৈতিকতার স্খলন ঘটলে বা
অন্যায় করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পুলিশের
মানোন্নয়নের বিষয়ে তিনি বলেন, জনস্বার্থে যা প্রয়োজন আমাদের বিশ্বাস সরকার
তা দেবে। আমরা চাইছি বিল্ডআপ ক্যাপাসিটি। এ জন্য পুলিশের জনবল ও অন্যান্য
সুবিধা বৃদ্ধি করতে হবে বলে মনে করেন তিনি। নবনিযুক্ত আইজিপি গণমাধ্যমের
সহযোগিতা চেয়ে বলেন, মিডিয়ার কাছে আমরা সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি।
কাজ করতে গিয়ে কোন ভুল বুঝাবুঝি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা
জানানোর অনুরোধ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরও উপস্থিত
ছিলেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি
(অর্থ) মো. আমির উদ্দিন, এসবি’র প্রধান অতিরিক্ত আইজিপি ড. জাবেদ পাটোয়ারী,
সদ্য নিয়োগপ্রাপ্ত র্যাবের ডিজি বেনজির আহমেদ প্রমুখ।
No comments