কিয়াসং নিয়ে দুই কোরিয়ার বৈঠক
কিয়াসং শিল্পাঞ্চল পুনরায় চালুর ব্যাপারে
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বৈঠক হয়েছে। গতকাল শনিবার সীমান্তবর্তী
পানমুনজম গ্রামে এ আলোচনা হয়। তবে সেখানে কী কী কথা হয়েছে_তা এখনো জানা
যায়নি।
দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার জের ধরে গত এপ্রিল থেকে বন্ধ রয়েছে কিয়াসং।
সিউল (দক্ষিণ কোরিয়ার রাজধানী) জানায়, তারা বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়নে জোর দিয়েছে। সিউল প্রতিনিধিদলের প্রধান সুহ হো বৈঠক শুরুর আগে বলেন, 'আমরা কিয়াসং বিষয়ে আলোকপাত করব। দুই দেশের মধ্যে সহযোগিতার মনোভাব বাড়ানোর ব্যাপারেও গুরুত্ব দেওয়া হবে।'
কিয়াসং চালুর ব্যাপারে গত বৃহস্পতিবার পিয়ংইয়ংকে (উত্তর কোরিয়ার রাজধানী) আলোচনার প্রস্তাব দেয় সিউল। ওই দিনই প্রস্তাবে রাজি হয় পিয়ংইয়ং।
গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে। এর জের ধরে বন্ধ হয়ে যায় দুই কোরিয়ার যৌথ শিল্পাঞ্চল কিয়াসং। সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে কয়েকবার আলোচনার প্রক্রিয়া শুরু হয়। সূত্র : রয়টার্স।
সিউল (দক্ষিণ কোরিয়ার রাজধানী) জানায়, তারা বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়নে জোর দিয়েছে। সিউল প্রতিনিধিদলের প্রধান সুহ হো বৈঠক শুরুর আগে বলেন, 'আমরা কিয়াসং বিষয়ে আলোকপাত করব। দুই দেশের মধ্যে সহযোগিতার মনোভাব বাড়ানোর ব্যাপারেও গুরুত্ব দেওয়া হবে।'
কিয়াসং চালুর ব্যাপারে গত বৃহস্পতিবার পিয়ংইয়ংকে (উত্তর কোরিয়ার রাজধানী) আলোচনার প্রস্তাব দেয় সিউল। ওই দিনই প্রস্তাবে রাজি হয় পিয়ংইয়ং।
গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে। এর জের ধরে বন্ধ হয়ে যায় দুই কোরিয়ার যৌথ শিল্পাঞ্চল কিয়াসং। সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে কয়েকবার আলোচনার প্রক্রিয়া শুরু হয়। সূত্র : রয়টার্স।
No comments