মুবারকের পুনর্বিচার-শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের
পুনর্বিচার মামলার শুনানি আগামী ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
গতকাল শনিবার এ মামলার শুনানি হয়। দুর্নীতি ও ২০১১ সালে সরকারবিরোধী
আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ মামলার পুনর্বিচার চলছে
মুবারকের।
ওই সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় সাড়ে ৮০০ বিক্ষোভকারী নিহত হয়।
কায়রোর পুলিশ একাডেমীতে স্থাপিত বিশেষ আদালতে মুবারকের পুনর্বিচার মামলার কার্যক্রম চলছে। গতকাল শুনানির সময় আদালত কক্ষে তাঁকে হাজির করা হয়। দুর্নীতি এবং বিক্ষোভকারী হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে মুবারক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আপিল আদালত মামলার পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন। সূত্র : এএফপি।
কায়রোর পুলিশ একাডেমীতে স্থাপিত বিশেষ আদালতে মুবারকের পুনর্বিচার মামলার কার্যক্রম চলছে। গতকাল শুনানির সময় আদালত কক্ষে তাঁকে হাজির করা হয়। দুর্নীতি এবং বিক্ষোভকারী হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে মুবারক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আপিল আদালত মামলার পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন। সূত্র : এএফপি।
No comments