নাইজেরিয়ায় স্কুলে হামলা, নিহত ৪২

নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে অস্ত্রধারীর হামলায় শিক্ষক, শিক্ষার্থীসহ ৪২ জন নিহত হয়েছে। গতকাল শনিবার ইয়োবে প্রদেশের মামুদো শহরের একটি মাধ্যমিক স্কুলে এ হামলা হয়। ইসলামপন্থী জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলায় বেঁচে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, গতকাল ভোরের আগেই হামলা চালানো হয়। হামলাকারীরা কনটেইনারে করে জ্বালানি তেল নিয়ে আসে। পরে তা দিয়ে স্কুলে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিও চালায় তারা। এতে ৪২ জন মারা যায়। নিহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। নিহতদের অনেকেই জীবন্ত দগ্ধ হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। তবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
ইয়োবে প্রদেশে প্রায়ই হামলা চালায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বকো হারাম। ২০১০ সালের পর থেকে সেখানে অনেক স্কুলে হামলা হয়েছে। গত মে মাসে ওই প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয় কয়েক হাজার সেনা। সূত্র : বিবিসি।


No comments

Powered by Blogger.