ওমরাহর জন্য গেলে ১৫ দিনের মধ্যে সৌদি ছাড়তে হবে
ওমরাহ হজযাত্রীরা ১৫ দিনের বেশি সৌদি
আরবে অবস্থান করতে পারবেন না। মক্কার মসজিদুল হারামের (গ্রান্ড মসজিদ)
সম্প্রসারণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির হজ মন্ত্রণালয়
বিষয়টি জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ওমরাহ পালনের পরও
প্রচুর হজযাত্রী মক্কা ও মদিনা শহরে থেকে যান। তাঁদের অবস্থান চলমান
সম্প্রসারণ কাজের ওপর প্রভাব ফেলতে পারে। এ কারণে, ওমরাহ পালনে আসা কোনো
হজযাত্রী ১৫ দিনের বেশি সৌদি আরবে অবস্থান করতে পারবেন না। মন্ত্রণালয় আরো
জানায়, গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ৪২ লাখ মানুষ ওমরাহ পালনের
উদ্দেশ্যে সৌদি আরবে এসেছেন। এর মধ্যে চলে গেছেন ৩৯ লাখ। আর বাকি প্রায়
আড়াই লাখ হজযাত্রী এখনো বিভিন্ন শহরে অবস্থান করছেন।
মন্ত্রণালয় জানায়, এ জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারেন_এ জন্য এসব নীতিমালা বিভিন্ন হজ-এজেন্সির কাছে পাঠানো হবে।
এর আগে চলতি মাসের মাঝামাঝি সম্প্রসারণ কাজের জন্য হজযাত্রীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি কর্তৃপক্ষ। সূত্র : এপি।
মন্ত্রণালয় জানায়, এ জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারেন_এ জন্য এসব নীতিমালা বিভিন্ন হজ-এজেন্সির কাছে পাঠানো হবে।
এর আগে চলতি মাসের মাঝামাঝি সম্প্রসারণ কাজের জন্য হজযাত্রীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি কর্তৃপক্ষ। সূত্র : এপি।
No comments