টেকনাফ স্থল বন্দরে পণ্য ওঠানামা বন্ধ
কক্সবাজার সংবাদদাতা টেকনাফ স্থলবন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় মালামাল ওঠা-নামা বন্ধ রয়েছে । বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আবারও স্থলবন্দরে নিয়োজিত শ্রমিক ও পণ্যবাহী ট্রলারের নাবিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে বন্দরে আবারও অচলাবস্থার সৃষ্টি হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া মোঃ খালেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্দর এলাকায় বর্তমানে ৩ পস্নাটর্ুন অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। উলেস্নখ্য, গত বুধবার বিকাল ৪টার দিকে টেকনাফ স্থলবন্দরে নিয়োজিত শ্রমিকরা পাশর্্ববর্তী পাহাড়ের ছড়ায় খাবার পানি পান করতে যায়। সে সময় মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলারের নাবিকরা ঐ ছড়ায় গোসল করছিল। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পযর্ায়ে ধাওয়া পাল্টাধাওযা শুরম্ন হয়। এতে স্থলবন্দরে নিয়োজিত শ্রমিক মোহাম্মদ জসিম (২৫), মোহাম্মদ ইলিয়াছ (২৯), শামসুল আলম (২৮), মোসত্মাফিজ (২৬) ও ট্রলারের নাবিক মং কাই, মং চানু আহত হয়। শেষ খবর পাওয়া পর্যনত্ম হোটেল নেটং-এর সম্মেলন ক েব্যবসায়ীদের উদ্যোগে সমঝোতার চেষ্টা চলছে।
No comments