সচিবালয়ে আনন্দ মিছিল
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, পাঁচ খুনীর ফাঁসির মধ্য দিয়ে দীর্ঘ প্রতীৰার অবসান ঘটল। ইতিহাসের জঘন্যতম বিচার অনেক আগেই হওয়া দরকার ছিল। অতীতের সরকার বিচার চায়নি বরং খুনীদের পুরস্কৃত করেছে।
বৃহস্পতিবার মন্ত্রী মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীরা কে কোথায় পালিয়ে আছে সে তথ্য সরকারের কাছে আছে। পলাতকদেরও একই পরিণতি হবে। তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। পলাতকরা দেশে এলে আপীল আবেদন করতে পারবে। তবে বিলম্বের জন্য তাদের প্রতিটি দিনের জন্য সনত্মোষজনক জবাব দিতে হবে। আদালত সন্তুষ্ট হলেই তাদের আপীল গ্রহণ করা হবে। অন্যথায় গ্রহণ করা হবে না। তিনি বলেন, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়গুলো দেখবে। ইতোমধ্যে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা হয়েছে। খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কানাডা সরকার সাহায্য করছে।এ ব্যাপারে তারা একটি আইনও করেছে। ঐ দেশে আইনী প্রক্রিয়া চলছে। এ ধরনের খুনীদের রাজনৈতিক প্রশ্রয় দেয়া উচিত নয়। তাতে হত্যাকা- আরও বেড়ে যায়।
No comments