তুরস্কে টর্চার সেল, মুক্তিপণ আদায় বাংলাদেশে by ফরিদ উদ্দিন আহমেদ
দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশ বিভুঁইয়ে সক্রিয় বাংলাদেশী অপহরণকারী চক্র। তবে তারা ভিন্ন কৌশলে নেমেছে এ পথে। ইতালি আর গ্রীসে পাঠানোর নামে ওমান ও দুবাইয়ে কর্মরত বাংলাদেশীদের উদ্বুদ্ধ করতো। বেশি অর্থ উপার্জনের লোভে তারা পা দিতো অপহরণকারীদের খপ্পরে।
এর পরই তাদের নিয়ে শুরু হতো খেলা। দুবাই থেকে হেঁটে ইরান হয়ে তুরস্কে অপহরণকারীদের টর্চার সেলে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে বাংলাদেশে স্বজনদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ। মাইলের পর মাইল মরুভূমি পেরিয়ে স্বপ্ন নিয়ে সহজ সরল বাংলাদেশীরা ছুটতো। কিন্তু তখনও জানতো না তারা অপহরণকারী চক্রের খপ্পরে পড়েছে। তুরস্কে টর্চার সেলে যাওয়ার পরই তাদের মুখোশ খুলে যায়। শুরু হয় তাদের ওপর নির্মম নির্যাতন। অব্যাহত প্রহার, উপরে তুলে নিচে ফেলে দেয়া। কখনও কখনও গরম পানি শরীরে ঢেলে নির্যাতন চালাতো। এসবের পেছনে কারণ একটাই মুক্তিপণ আদায়। তুরস্কের নির্যাতনে কান্নার শব্দ মোবাইল ফোনে বাংলাদেশে থাকা পরিবার পরিজনকে শুনাতো। বলা হতো এসব থেকে বাঁচতে হলে টাকা পাঠাও। এভাবে কোটি কোটি টাকা চক্রটি হাতিয়ে নিয়েছে। এ চক্রের হাতে সর্বস্ব খুইয়ে নির্যাতনের চিহ্ন নিয়ে গতকাল ৩৮ বাংলাদেশী দেশের মাটিতে পা রাখেন। বিমানবন্দরে স্বজনদের দেখেই হাউমাউ করে কেঁদে ওঠেন। তাদের কাছে এ যেন অবিশ্বাস্য। সাদেকুল তার হাত-পায়ের নির্যাতনের চিহ্ন দেখিয়ে কেঁদে ওঠেন। বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কখনও ভাবিনি জালিমদের হাত থেকে রক্ষা পাবো। বুকভরা আশা নিয়ে এগারো মাস আগে ওমানে গিয়েছিলেন কুমিল্লার জালাল উদ্দিন। সেখানে খেয়ে পড়ে ভালই ছিল। ৫ মাস আগে সালাউদ্দিন ও সাইফুল নামে ২ বাংলাদেশী অপহরণকারীর খপ্পরে পড়েন তিনি। অল্প টাকায় গ্রিসে গিয়ে বেশি অর্থ উপার্জন করবেন। এ লোভ সামলাতে পারেননি। হাতের মুঠোয় জীবন নিয়ে দীর্ঘ ৪ মাস পাড়ি দেন দুর্গম পথ। সঙ্গে ছিল ভাগ্যবদলের স্বপ্ন দেখা আরও ৬৫ বাংলাদেশী। শেষে মুহূর্তে দলটি পৌঁছায় তুরস্কের ইস্তাম্বুল শহরে। হেলিকপ্টার থেকে ওমান পুলিশের গুলিতে যাত্রপথে মারা যায় ২ সফরসঙ্গী। ঠাণ্ডায় মারা যায় আরও একজন। তাদের লাশ ফেলে দেয়া হয় সমুদ্রে। এরপর তুরস্কে একটি ঘরে তাদের আটকে রাখা হয়। যেটি তাদের টর্চার সেল। এ সময় মুক্তিপণের জন্য তাদের নির্যাতন শুরু করে চক্রটি। প্রিয় সন্তানকে বাঁচাতে কেউ বা স্বামী, কেউ বা ভাইকে বাঁচাতে সহায়-সম্বল বিক্রি করে দেশে নিযুক্ত অপহরণকারী চক্রের এজেন্টের হাতে তুলে দেয় লাখ লাখ টাকা। কেবল জালালের পরিবারের কাছ থেকেই চক্রটি হাতিয়ে নিয়েছে মুক্তিপণের ৭ লাখ টাকা। এভাবে ব্যক্তিবিশেষ ৪ থেকে ৯ লাখ টাকা নিয়েছে দালালরা। অবশেষে রুমের তালা ভেঙে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নেয় সাদেকুল, জালাল, সবুজসহ ৩৮ বাংলাদেশী। তারপর পুলিশ এবং বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন কুমিল্লার জালাল, নরসিংদীর সাদেকুল ইসলাম, নোয়াখালীর রাজু, গাজীপুরের সবুজ, কিশোরগঞ্জের রানা। গতকাল ভোর পাঁচটায় তুর্কি টিকে-৭১২ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেন। বিমানবন্দরে লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। প্রত্যেকেই তাদের ওপর অমানুষিক নির্যাতন ও পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায়ের। হৃদয়বিদারক বর্ণনা দেন। বাংলাদেশী এ চক্রের হাতে এখনও তুরস্কে কমপক্ষে ৬০০ বাংলাদেশী আটক রয়েছে বলে তারা অভিযোগ করেন। ইরান ও তুরস্কের স্থানীয় অধিবাসী এবং দেশ দুটির বর্ডার আর্মির সহায়তায় অপরাধীরা এ কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আত্মীয়-স্বজন বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করতে থাকেন। ইমিগ্রেশন থেকে তারা বের হলে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অনিকের বাবা তথ্য-অধিদপ্তরের কর্মচারী ইসহাক মিয়া বলেন, ৫ মাস আসে গ্রামের বাড়ির জমি বিক্রি করে ছেলে অনিককে দুবাই পাঠাই। সেখানে যাওয়ার দেড় মাসের মাথায় হঠাৎ ছেলের সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ১৪ দিন পর ইরান থেকে আমার কাছে একটি কল আসে। বাংলাদেশী এক অপহরণকারী আমাকে জানায়, অনিককে পেতে হলে ৭ দিনের মধ্যে ৩ লাখ টাকা দিতে হবে। ছেলেকে ফিরে পেতে আমরা তখন মরিয়া। কথা মতো, দেশের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুমিল্লায় সুজন নামের এক এজেন্টের কাছে দুই লাখ টাকা পাঠাই। এ ঘটনার কিছুদিন পর আবার আমাকে ফোন করে অপহরণকারীরা। এবার অনিকের সঙ্গে কথা হয়। সে জানায়, তুরস্কে তাকে আটকে রাখা হয়েছে। কথা বলার সময়েই তাকে লোহার পাইপ দিয়ে পেটাতে থাকে। ছেলের কান্না শুনে আমি আবারও টাকা দিতে রাজি হই। এবার সিলেটে কবীর মাস্টারের কাছে একইভাবে পাঠাই আরও দুই লাখ টাকা। কিন্তু তবুও তারা অনিককে মুক্তি না দিলে আমি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি। কিছুদিন পর জানতে পারি, অনিকসহ প্রায় শতাধিক বাংলাদেশী ইমিগ্রেশনে আটকা রয়েছে। এরপর তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সহায়তায় অনিকসহ ৬৫ বাংলাদেশীকে ফিরেয়ে আনতে সক্ষম হয়েছি। শুনেছি, পুলিশের কাছে এখনও ৩০ জন আটক রয়েছে।
No comments