এআইইউবি-প্রথম আলো বিতর্ক প্রতিযোগিতা শুরু

পরিবেশ-প্রকৃতি রক্ষায় সব শ্রেণী-পেশার মানুষকে সচেতন করতে গতকাল শুক্রবার নটর ডেম কলেজে শুরু হয়েছে ‘এআইইউবি-প্রথম আলো দ্বিতীয় আইএফপি-এনডিএনএসসি জাতীয় আন্তকলেজ পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা-২০১২’।


নটর ডেম ন্যাচার স্টাডি ও ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এআইইউবির পরিচালক মঞ্জুর এইচ খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার। নটর ডেম কলেজের অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচকেরা পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি সবার মাঝে পরিবেশবিষয়ক ধারণা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। তাঁরা বলেন, শুধু প্রযুক্তিনির্ভর হলে চলবে না, প্রযুক্তি যেন পরিবেশবান্ধব হয়, তা বিবেচনায় নিতে হবে। মানুষ যদি নিজের স্বভাব ও আচরণ বদলাতে পারে, তা হলে পৃথিবীকে আরও সুন্দর করা সম্ভব।
উৎসবে ঢাকা শহরের ৭০টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আটটি ইভেন্টে অংশগ্রহণ করবেন। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় কলেজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান হবে।

No comments

Powered by Blogger.