মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়
এবারের লা লিগা প্রথম এল ক্লাসিকোতে জোড়া গোল করেছিলেন। বার্সেলোনার জয় অবশ্য নিশ্চিত করতে পারেননি লিওনেল মেসি। তবে গতকাল রাতে পেরেছেন আর্জেন্টাইন সুপারস্টার। জোড়া গোল করেছেন। তাঁর জাদুতেই বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
প্রথমার্ধে কোনো গোল হয়নি। আপ্রাণ চেষ্টা করেও উরুগুয়ের রক্ষণভাগ ভেদ করে জালে বল জড়াতে পারছিলেন না আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সেটা সম্ভব হলো খেলার ৬৬ মিনিটে গিয়ে। খুব কাছ থেকে উরুগুয়ের জালে বল জড়িয়ে ‘ব্রেক থ্রু’ এনে দিলেন লিওনেল মেসি।
এখান থেকেই যেন নতুন শুরু আর্জেন্টিনার। ৯ মিনিট পর ম্যাচের দ্বিতীয় গোলটি তুলে নেন কুন অ্যাগুয়েরো। খেলার ৮০ মিনিটে আবারও উরুগুয়ের জালে আঘাত মেসির। প্রথমার্ধে যেখানে কোনো গোল হয়নি, সেখানে আর্জেন্টিনার জয় ৩-০ ব্যবধানে। জাতীয় দলের হয়ে সর্বশেষ সাতটি আন্তর্জাতিক ম্যাচে মেসির গোল সংখ্যা এখন ১২।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার প্রতিক্রিয়া, ‘খেলোয়াড়েরা অসাধারণ খেলেছে। উরুগুয়ের মতো অভিজ্ঞ দলের বিপক্ষে ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল।’ রয়টার্স।
এখান থেকেই যেন নতুন শুরু আর্জেন্টিনার। ৯ মিনিট পর ম্যাচের দ্বিতীয় গোলটি তুলে নেন কুন অ্যাগুয়েরো। খেলার ৮০ মিনিটে আবারও উরুগুয়ের জালে আঘাত মেসির। প্রথমার্ধে যেখানে কোনো গোল হয়নি, সেখানে আর্জেন্টিনার জয় ৩-০ ব্যবধানে। জাতীয় দলের হয়ে সর্বশেষ সাতটি আন্তর্জাতিক ম্যাচে মেসির গোল সংখ্যা এখন ১২।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার প্রতিক্রিয়া, ‘খেলোয়াড়েরা অসাধারণ খেলেছে। উরুগুয়ের মতো অভিজ্ঞ দলের বিপক্ষে ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল।’ রয়টার্স।
No comments