কবিতা-একুশে ফেব্রুয়ারি সকল মানুষের জন্য by মুহাম্মদ হাবিবুর রহমান

একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশির নয়
সে যে সকল বাঙালির—
যেখানেই তারা থাক না!
একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাভাষীর নয়
সে যে সকল ভাষাভাষীর—
যেখানেই তারা থাক না!

আরবি, রোমান, সিরিলিক;
হায়ারগ্লিফিকস—
বর্ণমালা, হরফ, চিত্রাক্ষর
যেভাবেই লেখা হোক না—
ক্রিওল, কোয়ান, পিজিন
ভাষা, মানভাষা
অপভ্রংশ, অপভাষা
যে ভাষার যোগেই যোগাযোগ করা হোক না—
জাতি, উপজাতি, আদিবাসী—
জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষনির্বিশেষে
যে ভাষাভাষীই তারা হোক না
জীবন্ত বিপন্ন বা মুমূর্ষু
একুশে ফেব্রুয়ারি সকল ভাষার জন্য।
একুশে ফেব্রুয়ারি তো সকল মানুষের জন্য।

০৯ ফেব্রুয়ারি ২০১০
মুহাম্মদ হাবিবুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা। সাবেক প্রধান বিচারপতি।

No comments

Powered by Blogger.