চলবে চাকা রক্তদানে by মনিরা রহমান

আমাদের শরীরকে প্রতি মুহূর্তে চালিত করছে শিরা-ধমনিতে প্রবাহিত রক্তকণিকা। আমাদের সমাজ-রাষ্ট্র চালিত করছেন তাঁরা, যাঁরা প্রতি মুহূর্তে শ্রম দিচ্ছেন। তাঁদের শ্রমের মূল্য আমরা পরিশোধ করতে পারি না। মে দিবসে রাজশাহী বন্ধুসভার উদ্যোগে হয়ে গেল রক্তদান কর্মসূচি।


আমাদের ভাবনাটা ছিল এমন, যেসব শ্রমিকের রক্তে-শ্রমে-ঘামে গড়ে উঠেছে আমাদের সমাজ-রাষ্ট্র, তাঁদের জন্য আমরা কিছু করতে পারি কি না, তাই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে অনেক বন্ধুই স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এমন অনেকে ছিলেন, যাঁরা রক্ত দিলেন এই প্রথম। আবার উৎসাহী হয়ে কেউ কেউ রক্ত দিতে চেয়েছেন। কোনো কোনো বন্ধু ছিলেন, যাঁদের রক্ত দেওয়ার বয়স হয়নি। সবাইকে রক্তদানের বিষয়গুলো বোঝানো হয়েছে ওই দিন। সন্ধানীর সহযোগিতায় রক্তদান কর্মসূচি পরিচালনা করা হয়। বন্ধুদের পয়লা মের অঙ্গীকার—এখন থেকে তাঁরা নিয়মিত রক্তদান করবে।
 বন্ধু, রাজশাহী বন্ধুসভা

No comments

Powered by Blogger.