গলাচিপায় শহীদ মিনার ভাঙলেন অধ্যক্ষ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরের শহীদ মিনারটি উলানিয়া বন্দরের একমাত্র শহীদ মিনার। নতুন আরেকটি শহীদ মিনার নির্মাণের কথা বলে গত রোববার ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রমিক দিয়ে তা ভেঙে ফেলেন।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক উলানিয়া বন্দরের একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা চরমোনাইর পীর সৈয়দ মো. ফয়জুল করিমের মাহফিল। ওই মাহফিলে সভাপতিত্ব করবেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলার ভাই গোলাম সরোয়ার। মাহফিল উপলক্ষে সরোয়ারের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ তড়িঘড়ি করে শহীদ মিনারটি ভেঙে ফেলেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোলাম সরোয়ার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চরমোনাইর পীর সাহেবের মাহফিলে আমি সভাপতিত্ব করছি। তবে শহীদ মিনার ভাঙতে আমি কাউকে কোনো নির্দেশ দিইনি।’
একই ধরনের কথা বলেন উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মাহাফুজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাহফিলের কারণে নয়, আমরা নতুন একটি শহীদ মিনার নির্মাণ করব। এ জন্য পুরোনোটি ভাঙা হয়েছে। এ ব্যাপারে গোলাম সরোয়ার বা অন্য কারও কোনো নির্দেশনা নেই।’
তবে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল আলম বলেন, ‘পরিচালনা পর্ষদের সভায় নতুন একটি শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরোনো শহীদ মিনার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এদিকে উলানিয়া বন্দরের বাসিন্দা মো. মোতাহার হোসেন বলেন, ‘বুধবার এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এর আগের দিন রাতে এলাকায় মাহফিল হলে পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে সমস্যা হতে পারে।

No comments

Powered by Blogger.