আরও দুটি সঞ্চয় স্কিম চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক

ব মানুষকে সঞ্চয় সুবিধার আওতায় আনতে আরও দুটি নতুন স্কিম চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক। বিশেষ ও মাসিক সঞ্চয় নামে চালু করা স্কিমের একটিতে ১০ বছরে দেওয়া হবে তিনগুণ। এখানে বার্ষিক ভিত্তিতে গড় সুদ হার দাঁড়াবে ১৩ শতাংশ। একই সঙ্গে ৫, ৮ ও ১০ বছরমেয়াদি প্রকল্পের পাশাপাশি ৩ বছরের মাসিক সঞ্চয় প্রকল্প চালু করা হয়েছে।


মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ব্যাংকিং স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী বিশেষ আমানত সংগ্রহের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ স্কিমের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আবদুল জলিল, ভাইস চেয়ারম্যান মোরশেদ আলম, মোঃ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএস আহসান, অডিট কমিটির চেয়ারম্যান আকরাম হোসাইন, পরিচালনা পর্ষদের সদস্য এম আমানুল্লাহ, শহিদ রেজা, ব্যবস্থাপনা পরিচালক একেএম শহিদুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ব্যাংকটির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে মার্কেন্টাইল ব্যাংক মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এ কারণে তৃতীয় প্রজন্মে যাত্রা শুরু করেও ব্যাংকটি বর্তমানে প্রথম সারির ব্যাংকে পরিণত হয়েছে। ৬৫টি শাখার মাধ্যমে সারাদেশে বিভিন্ন পর্যায়ে সেবা দেওয়া হচ্ছে। সেবার পরিধি বাড়াতে এ বছরই আরও ১০টি শাখা খোলা হবে বলে তিনি জানান। তিনি বলেন, 'বাংলার ব্যাংক' স্লোগান ধারণ করে যাত্রা শুরু করা ব্যাংকটি সব সময়ই সাধারণের কথা চিন্তা করে। তাই নতুন চালু করা প্রকল্পে যে কেউই বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ পাবেন। কেননা ১০ বছরে তিনগুণ স্কিমে ৫০ হাজার থেকে শুরু করে যে কোনো পরিমাণে বিনিয়োগ করা যাবে। এছাড়া মেয়াদ পূতির আগে কেউ টাকা ভাঙালেও তিনি আকর্ষণীয় মুনাফা পাবেন।

No comments

Powered by Blogger.