বোশেজোতে এক দিনে ১৭ উইকেট
কদিন আগে নিউল্যান্ডসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট দেখেছে ভুতুড়ে একটি দিন। এক দিনে পড়েছিল ২৩ উইকেট। পরশু প্রায় তেমনই একটা দিন দেখতে যাচ্ছিল সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়াম।
বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের বেসরকারি টেস্টের প্রথম দিনে পড়েছে ১৭ উইকেট! বোলারদের দিনে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংসে ৩৯ ওভারে অলআউট ১৫৫ রানে। একসময় তাদের স্কোর ছিল ৭৯/৮, মনে হচ্ছিল তিন অঙ্কে পৌঁছানোই দুষ্কর। তবে নবম উইকেটে ৬১ রানের জুটি গড়ে ফরহাদ রেজা ও সোহাগ গাজী সে যাত্রায় মান বাঁচান। সোহাগ ৩০ রানে আউট হন, ফরহাদ অপরাজিত থাকেন ৩৯ রানে। দুই পেসার আন্দ্রে রাসেল ও পাসকাল নেন ৪টি করে উইকেট।
জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও পড়ে বিপদে। ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রান করেছে স্বাগতিকেরা। ওপেনার রাজিন্দ্র চন্দ্রিকা ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। পরে বল হাতেও দারুণ করেছেন ফরহাদ, ৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ৩টি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভও। যদিও এখনো বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন চন্দ্রিকা, অপরাজিত রয়েছেন ৩০ রানে। সঙ্গী নারাইনের রান ৭।
বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের বেসরকারি টেস্টের প্রথম দিনে পড়েছে ১৭ উইকেট! বোলারদের দিনে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংসে ৩৯ ওভারে অলআউট ১৫৫ রানে। একসময় তাদের স্কোর ছিল ৭৯/৮, মনে হচ্ছিল তিন অঙ্কে পৌঁছানোই দুষ্কর। তবে নবম উইকেটে ৬১ রানের জুটি গড়ে ফরহাদ রেজা ও সোহাগ গাজী সে যাত্রায় মান বাঁচান। সোহাগ ৩০ রানে আউট হন, ফরহাদ অপরাজিত থাকেন ৩৯ রানে। দুই পেসার আন্দ্রে রাসেল ও পাসকাল নেন ৪টি করে উইকেট।
জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও পড়ে বিপদে। ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রান করেছে স্বাগতিকেরা। ওপেনার রাজিন্দ্র চন্দ্রিকা ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। পরে বল হাতেও দারুণ করেছেন ফরহাদ, ৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ৩টি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভও। যদিও এখনো বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন চন্দ্রিকা, অপরাজিত রয়েছেন ৩০ রানে। সঙ্গী নারাইনের রান ৭।
No comments