তিন নভোচারীর মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা
রাশিয়ার একটি রকেটে করে গতকাল সোমবার দুজন রুশ ও একজন মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে রওনা হয়েছেন। কাজাখস্তানে অবস্থিত বৈকোনুর কসমোড্রোম থেকে রকেটটি যাত্রা শুরু করে।
রাশিয়ার নভোচারীরা হলেন—আন্তন শকাপলারভ ও আনাতোলি ইভানিশিন। মার্কিন নভোচারীর নাম ড্যান বুরবাংক।
এই মহাশূন্য অভিযান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের কাছে বেতারের মাধ্যমে নভোচারীদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে রকেটের যাত্রা সাবলীলভাবে এগিয়েছে। রকেটটির যাত্রা তাত্ত্বিকভাবে সফল হলে তা রাশিয়ার মহাকাশ অভিযানে বিপুল উৎসাহ জোগাবে। দেশটির সাম্প্রতিক বেশ কিছু মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। গত বছর ত্রুটিপূর্ণ যাত্রার কারণে ছয়টি স্যাটেলাইট হারিয়েছে তারা।
নভোচারীদের উদ্ধৃতি দিয়ে নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলেন, সবকিছুই স্বাভাবিক রয়েছে এবং নভোচারীরা ভালো বোধ করছেন। তাঁরা জানান, সয়ুজ টিএমএ-২২ ক্যাপসুল সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। কাল বুধবার রকেটটির মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর কথা।
রাশিয়ার নভোচারীরা হলেন—আন্তন শকাপলারভ ও আনাতোলি ইভানিশিন। মার্কিন নভোচারীর নাম ড্যান বুরবাংক।
এই মহাশূন্য অভিযান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের কাছে বেতারের মাধ্যমে নভোচারীদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে রকেটের যাত্রা সাবলীলভাবে এগিয়েছে। রকেটটির যাত্রা তাত্ত্বিকভাবে সফল হলে তা রাশিয়ার মহাকাশ অভিযানে বিপুল উৎসাহ জোগাবে। দেশটির সাম্প্রতিক বেশ কিছু মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। গত বছর ত্রুটিপূর্ণ যাত্রার কারণে ছয়টি স্যাটেলাইট হারিয়েছে তারা।
নভোচারীদের উদ্ধৃতি দিয়ে নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলেন, সবকিছুই স্বাভাবিক রয়েছে এবং নভোচারীরা ভালো বোধ করছেন। তাঁরা জানান, সয়ুজ টিএমএ-২২ ক্যাপসুল সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। কাল বুধবার রকেটটির মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর কথা।
No comments