চার মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের পণ্য রপ্তানিতে উচ্চহারে প্রবৃদ্ধি হয়েছে। তবে আলোচ্য সময়ের জন্য রপ্তানির যে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জিত হয়নি।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য সময়ে রপ্তানির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ। তবে আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি দশমিক ৪০ শতাংশ কমেছে।
গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে পাঠানো হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এই পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৮১১ কোটি ৮৫ লাখ ডলার। আর এ সময়কালে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮১৫ কোটি ৫১ লাখ ডলার।
উল্লেখ্য, গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে চলতি জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে এটি হবে চলতি অর্থবছরে বার্ষিক রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে চার মাসে অর্জিত রপ্তানি আয়ের অংশ।
চলতি ২০১১-১২ অর্থবছরের মোট রপ্তানির লক্ষ্যমাত্রা দুই হাজার ৬৫০ কোটি ডলার।
গত রোববার ইপিবি প্রেরিত পরিসংখ্যানে চার মাসের লক্ষ্যমাত্রা ও তার বিপরীতে প্রকৃত অর্জনের তথ্য ছিল না।
ইপিবির তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। তবে একই সময়ের রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা ১৮৮ কোটি ৬৮ লাখ ডলারের চেয়ে ৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
গত বছরের অক্টোবর মাসে ১৬৯ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। আর চলতি সেপ্টেম্বরের ১৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য সময়ে রপ্তানির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ। তবে আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি দশমিক ৪০ শতাংশ কমেছে।
গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে পাঠানো হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এই পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৮১১ কোটি ৮৫ লাখ ডলার। আর এ সময়কালে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮১৫ কোটি ৫১ লাখ ডলার।
উল্লেখ্য, গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে চলতি জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে এটি হবে চলতি অর্থবছরে বার্ষিক রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে চার মাসে অর্জিত রপ্তানি আয়ের অংশ।
চলতি ২০১১-১২ অর্থবছরের মোট রপ্তানির লক্ষ্যমাত্রা দুই হাজার ৬৫০ কোটি ডলার।
গত রোববার ইপিবি প্রেরিত পরিসংখ্যানে চার মাসের লক্ষ্যমাত্রা ও তার বিপরীতে প্রকৃত অর্জনের তথ্য ছিল না।
ইপিবির তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। তবে একই সময়ের রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা ১৮৮ কোটি ৬৮ লাখ ডলারের চেয়ে ৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
গত বছরের অক্টোবর মাসে ১৬৯ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। আর চলতি সেপ্টেম্বরের ১৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
No comments