শ্রীলঙ্কায় আরও একটি গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে
শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলে আরও একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। গতকাল সোমবার সে দেশের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কেয়ার্ন লঙ্কা কোম্পানি খননকাজ চালিয়ে মাটির প্রায় ৪ দশমিক ৭ কিলোমিটার গভীরে ওই গ্যাসক্ষেত্রের সন্ধান পায়। তবে এতে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে, তা জানতে আরও অনুসন্ধান চালাতে হবে।
এ বিষয়ে কেয়ার্ন কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কোম্পানিটি গত আগস্টে গ্যাস অনুসন্ধানে খননকাজ শুরু করে।
গত অক্টোবরে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ওই এলাকা থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে।
রাশিয়া ১৯৭১ সালে প্রথমবারের মতো ওই এলাকায় গ্যাস অনুসন্ধানে খননকাজ চালিয়ে ব্যর্থ হয়।
পেট্রোলিয়ামের চাহিদা পূরণে শ্রীলঙ্কা বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল।
বিবৃতিতে বলা হয়, কেয়ার্ন লঙ্কা কোম্পানি খননকাজ চালিয়ে মাটির প্রায় ৪ দশমিক ৭ কিলোমিটার গভীরে ওই গ্যাসক্ষেত্রের সন্ধান পায়। তবে এতে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে, তা জানতে আরও অনুসন্ধান চালাতে হবে।
এ বিষয়ে কেয়ার্ন কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কোম্পানিটি গত আগস্টে গ্যাস অনুসন্ধানে খননকাজ শুরু করে।
গত অক্টোবরে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ওই এলাকা থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে।
রাশিয়া ১৯৭১ সালে প্রথমবারের মতো ওই এলাকায় গ্যাস অনুসন্ধানে খননকাজ চালিয়ে ব্যর্থ হয়।
পেট্রোলিয়ামের চাহিদা পূরণে শ্রীলঙ্কা বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল।
No comments