ঢাকায় ঋতি্বক ঘটকের ছবি নিয়ে উৎসব

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতি্বক ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল একাডেমী অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আগামী ১৮ থেকে ২৪ নভেম্বর ২০১১ ঢাকার শিল্পকলা একডেমীর জাতীয় নৃত্য ও সঙ্গীত বিভাগ মিলনায়তনে ঋতি্বক ঘটক রেট্রোস্পেক্টিভের আয়োজন করতে যাচ্ছে। ১৯ থেকে ২৪ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় ঋতি্বক ঘটক নির্মিত দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।


এর মধ্যে রয়েছে অযান্ত্রিক, নাগরিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, সুবর্ণ রেখা, যুক্তি তক্ক গপ্পো এবং তিতাস একটি নদীর নাম। তাছাড়া প্রদর্শিত হবে অনুপ সিংহ নির্মিত ও বাংলাদেশের শমী কায়সার অভিনীত ঋতি্বক ঘটকের জীবন ও কর্ম বিষয়ক চলচ্চিত্র 'একটি নদীর নাম'। ১৮ নভেম্বর বিকেল ৫টায় ঋতি্বক ঘটক রেট্রোসপেকটিভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন 'তিতাস একটি নদীর নাম'-এর অভিনেত্রী ও সংসদ সদস্য সারাহ বেগম কবরী। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

No comments

Powered by Blogger.