বরুণ গান্ধীর গাড়িতে সমর্থকদের জুতা নিক্ষেপ!
বিজেপি সমর্থকদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ বরুণ গান্ধী। ক্ষুব্ধ সমর্থকেরা তাঁর গাড়িতে জুতা ছুড়ে মারে, কালো পতাকা প্রদর্শন করে। গত শনিবার উত্তর প্রদেশের বেরিলির নবাবগঞ্জে এ ঘটনা ঘটে।
ওই দিন নবাবগঞ্জে নবনির্মিত গুরু গোবিন্দ সিং পার্ক উদ্বোধনের কথা ছিল বরুণ গান্ধীর। এ ব্যাপারে নবাবগঞ্জ পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বরুণ গান্ধীও যথারীতি নবাবগঞ্জে পৌঁছান। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর অনুষ্ঠানটিতে যোগ দেননি। স্থানীয় সমর্থকেরা এতে ক্ষুব্ধ হয়ে ওঠে। এর পরই উত্তেজিত সমর্থকেরা বরুণ গান্ধীকে কালো পতাকা দেখায়, তাঁর গাড়িবহরে জুতা ছুড়ে মারে।
অনুষ্ঠানটির আয়োজক বিজেপি নেতা রবীন্দ্র সিং রাঠোর স্বীকার করেন, পার্কটি উদ্বোধন করার কথা ছিল বরুণের। তবে ঠিক কী কারণে তিনি অনুষ্ঠান প্রত্যাখ্যান করলেন, তা তাঁরা জানেন না। বরুণ গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর সন্তান।
ওই দিন নবাবগঞ্জে নবনির্মিত গুরু গোবিন্দ সিং পার্ক উদ্বোধনের কথা ছিল বরুণ গান্ধীর। এ ব্যাপারে নবাবগঞ্জ পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বরুণ গান্ধীও যথারীতি নবাবগঞ্জে পৌঁছান। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর অনুষ্ঠানটিতে যোগ দেননি। স্থানীয় সমর্থকেরা এতে ক্ষুব্ধ হয়ে ওঠে। এর পরই উত্তেজিত সমর্থকেরা বরুণ গান্ধীকে কালো পতাকা দেখায়, তাঁর গাড়িবহরে জুতা ছুড়ে মারে।
অনুষ্ঠানটির আয়োজক বিজেপি নেতা রবীন্দ্র সিং রাঠোর স্বীকার করেন, পার্কটি উদ্বোধন করার কথা ছিল বরুণের। তবে ঠিক কী কারণে তিনি অনুষ্ঠান প্রত্যাখ্যান করলেন, তা তাঁরা জানেন না। বরুণ গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর সন্তান।
No comments