মহাকাশে বানরবাহী যান পাঠাতে ব্যর্থ হয়েছে ইরান
মহাকাশে বানরবাহী কাভোশগর-৫ রকেট পাঠাতে ব্যর্থ হয়েছে ইরান। গত শনিবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ এ তথ্য প্রকাশ করেছে।
ইরানের উপবিজ্ঞানমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ-নূরির বরাত দিয়ে আইএসএনএর খবরে বলা হয়েছে, মহাকাশে মনুষ্যবাহী যান পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে গত মাসে ওই বানরবাহী রকেটটি উড্ডয়নের চেষ্টা করা হয়। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মেহদিনেজাদ-নূরি সাংবাদিকদের বলেন, ‘মহাকাশে প্রাণীবাহী যান পাঠানোর এ চেষ্টা ছিল কৌশলগত। ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টা চালানোর আগে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ ক্ষেত্রে সাফল্য লাভের ব্যাপারি তিনি আশাবাদী।
তবে মহাকাশে আবার কবে প্রাণীবাহী রকেট পাঠানোর চেষ্টা করা হবে—এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান হামিদ ফাজেলি বলেছেন, ‘আমাদের দেশের বিজ্ঞানীরা যেদিন বলবেন তাঁদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তখন এ প্রকল্প সম্পর্কে ঘোষণা দেওয়া হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’
ইরানের উপবিজ্ঞানমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ-নূরির বরাত দিয়ে আইএসএনএর খবরে বলা হয়েছে, মহাকাশে মনুষ্যবাহী যান পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে গত মাসে ওই বানরবাহী রকেটটি উড্ডয়নের চেষ্টা করা হয়। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মেহদিনেজাদ-নূরি সাংবাদিকদের বলেন, ‘মহাকাশে প্রাণীবাহী যান পাঠানোর এ চেষ্টা ছিল কৌশলগত। ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টা চালানোর আগে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ ক্ষেত্রে সাফল্য লাভের ব্যাপারি তিনি আশাবাদী।
তবে মহাকাশে আবার কবে প্রাণীবাহী রকেট পাঠানোর চেষ্টা করা হবে—এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান হামিদ ফাজেলি বলেছেন, ‘আমাদের দেশের বিজ্ঞানীরা যেদিন বলবেন তাঁদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তখন এ প্রকল্প সম্পর্কে ঘোষণা দেওয়া হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’
No comments