স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে এসইসি দরপতন ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে

প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে শেয়ারবাজারের দরপতন ঠেকাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব আরও আন্তরিকতার সঙ্গে পালন করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অব্যাহত দরপতনের মুখে গতকাল সোমবার সকালে নিয়ন্ত্রক সংস্থাটি প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভায় বসলে এসইসির শীর্ষ কর্মকর্তারা তাদের প্রতি ওই আহ্বান জানান।


বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান। এ সময় ডিএসইর পক্ষে জ্যেষ্ঠ সহ-সভাপতি এহসানুল ইসলাম টিটো, সিএসইর পক্ষে সভাপতি ফকর উদ্দিন আলী আহমেদ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সভাপতি শেখ মর্তুজা, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির পক্ষে ইয়াওয়ার সায়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.