ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের হুশিয়ারি : ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কটে ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কটের ফলে বিশ্ব অর্থনীতি সঙ্কটাপন্ন হতে পারে। ক্যামেরন ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে ওই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। তিনি এ সঙ্কট সমাধানের জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান। ক্যামেরন বলেছেন, ইউরোজোন অন্য যে কোনো কিছুর চেয়ে সম্ভবত অনিশ্চয়তা ও আস্থাহীনতা সৃষ্টিতেই বেশি ভূমিকা রাখছে। এ অবস্থায় এমন ব্যবস্থা নিতে হবে যাতে ইউরোজোন সঠিকভাবে কাজ করে অথবা এর সম্ভাব্য ব্যর্থতা ঠেকাতে হবে।


তিনি ইউরোপের ব্যাংকগুলোতে পুনরায় পুঁজি সরবরাহের পদ্ধতি সম্পর্কে মতভেদের নিরসন ঘটাতে ফ্রান্স ও জার্মানির প্রতি আহ্বান জানান। ব্রিটেন ইউরোজোনের সদস্য না হলেও এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে লন্ডনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তাই ইউরোজোনের বর্তমান সঙ্কটের ফলে ব্রিটেনও ক্ষতিগ্রস্ত হবে বলে দেশটি সবসময় আশঙ্কা প্রকাশ করে আসছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এমন সময় ইউরোজোন অঞ্চলের অর্থনৈতিক সঙ্কট সুরাহা করতে বলেছেন, যখন ফ্রান্স ও জার্মানি ইউরোপের ভঙ্গুর ব্যাংকিং সেক্টরকে শক্তিশালী করার পদ্ধতি বা উপায় সম্পর্কে ঐকমত্যে পৌঁছার কথা ঘোষণা করেছে। ইউরোজোনের দুই প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে এ দুই দেশের নেতা ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল গতকাল ওই ঐকমত্যের কথা ঘোষণা করেছেন।

No comments

Powered by Blogger.