এজাহার দাখিলের পাঁচ দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ

প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে মেরে রক্তাক্ত করার ঘটনায় পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পাঁচ দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ। পুলিশ বলছে, ঘটনা সত্য নয় বলেই মামলা রেকর্ড করা হয়নি।নির্যাতিত ছাত্রীর বাবা অভিযোগ করেন, 'মামলা নেওয়া হবে এই মর্মে একটি এজাহার জমা নেন বোদা থানার ওসি। এরপর ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ করে এবং ক্ষমতাসীন দলের লোকজনের দ্বারা প্রভাবিত হয়ে থানা মামলা রেকর্ড করেনি।'


এ বিষয়ে বোদা থানার ওসি কায়সার আলী খানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ঘটনাটি সত্য নয়। তাই আমরা মামলা রেকর্ড করিনি।'
নির্যাতিত শিক্ষার্থীর বাবা জানান, তাঁদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ভুলি্লপাড়া এলাকায়। তাঁর ১৪ বছরের মেয়ে পঞ্চগড় জেলার বোদা উপজেলার নতুন হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। কয়েক দিন আগে ওই স্কুলের প্রধান শিক্ষক ফজলার রহমান তাঁর মেয়েকে বেধড়ক মারধর করেন। মারধরের কারণ জানতে চাইলে তাঁর মেয়ে জানায়, ওই শিক্ষক তাকে কিছুদিন থেকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ওই শিক্ষক প্রায়ই তাকে মারধর করতেন। ঘটনার দিন ওই শিক্ষক তার কানের ওপর মেরে রক্তাক্ত করেন। এরপর তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসার পর সুস্থ হলে গত ৬ অক্টোবর বোদা থানায় এজাহার দাখিল করা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার শাহারিয়ার রহমান বলেন, 'আমি ঘটনাটি শুনিনি। তবে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।'

No comments

Powered by Blogger.