শঙ্কাও আছে ফেভারিট ফ্রান্স, পর্তুগালের

ইল বাকি পাঁচ! আসলে পাঁচ না, ইউরো ২০১২-এর চূড়ান্ত পর্বের ৯টি জায়গা এখনো শূন্য। এর মধ্যে আজ রাতেই পূর্ণ হয়ে যাবে পাঁচটি আসন। বাকি চার দলকে পেরিয়ে আসতে হবে প্লে-অফের বাধা।আগামী বছর পোল্যান্ড ও ইউক্রেনে অনুষ্ঠেয় ইউরোতে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও স্পেন। সঙ্গে স্বাগতিক দুই দেশ তো থাকছেই। ৫১টি দল নিয়ে আয়োজিত বাছাই পর্বের আজই শেষ রাউন্ড। এখানে ৯ গ্রুপের শীর্ষ ৯ দল সরাসরি পাবে টিকিট।


তাদের সঙ্গী হবে গ্রুপের প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দলগুলোর বিপক্ষে ম্যাচগুলোর ফল বিবেচনায় সেরা রানার্সআপও। এই ১০ দলের মধ্যে পাঁচটি নির্ধারিত হয়ে গেছে। বাকি পাঁচ টিকিটের জন্য আজ মরণপণ লড়াই।
বড় দলগুলোর মধ্যে কেবল ফ্রান্স ও পর্তুগালের চূড়ান্ত পর্বে উত্তরণ এখনো নিশ্চিত হয়নি। নিজেদের গ্রুপে সবার ওপরে আছে তারা। দল দুটির ভাগ্য তাই নিজেদের হাতেই। ফ্রান্স আছে 'ডি' গ্রুপে সবার ওপরে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২০। এক পয়েন্ট পেছনে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। এই দল দুটিই আজ শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে প্যারিসে। পোল্যান্ড-ইউক্রেনের টিকিটের জন্য মাত্র এক পয়েন্ট চাই ফ্রান্সের। ঘরের মাঠে এই নূ্যনতম চাহিদা পূরণ করতে পারবে না লঁরা ব্লঁর দল? হোক না দল ইনজুরিজর্জর, তবুও আশাবাদী ফরাসি ফরোয়ার্ড লুইক রেমি, 'আমাদের জন্য এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বলে নিজেদের ওপর চাপ নিচ্ছি না, কারণ আমরা এখনো গ্রুপের শীর্ষে এবং বসনিয়া-হার্জেগোভিনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছি।' প্রতিপক্ষের মিডফিল্ডার মিরালেম পানিচ অপেক্ষায় আছেন মিরাকলের, 'আমাদের হারানোর কিছু নেই। ফ্রান্স সন্দেহাতীতভাবে ফেভারিট। তাদের শ্রেষ্ঠত্ব তারা সহজে হাতছাড়া করতে চাইবে না। তবে খানিকটা ভাগ্যের পরশ পেলে আমরা প্যারিসে মিরাকল কিছু করতে পারি।'
'এইচ' গ্রুপে পর্তুগালের অবস্থাও ফ্রান্সের মতো। যদিও ডেনমার্কের সমান ১৬ পয়েন্টই তাদের। তবে ডেনিশদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি ৩-১ গোলে জেতায় আজ শেষ ম্যাচে ড্র করলেই চলবে তাদের। কোপেনহেগেনের এই ম্যাচে অবশ্য জয়ের লক্ষ্যই স্থির করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, 'আমরা ডেনমার্কে যাব জয়ের লক্ষ্য নিয়ে। এটাই গ্রুপের নানা সমীকরণের কথা আমরা জানি। কিন্তু জয় দিয়েই আমরা চূড়ান্ত পর্বে ওঠা নিশ্চিত করতে চাই।' তবে ডেনমার্কের স্ট্রাইকার নিকোলাস বেন্টনার জানিয়েছেন, 'অবশ্যই গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আমাদের। পর্তুগালকে হারিয়ে সেই লক্ষ্য অর্জনের সামর্থ্যও আমাদের আছে।'
অন্যদের মধ্যে রাশিয়া আছে চূড়ান্ত পর্বে যাওয়ার কক্ষপথে। 'বি' গ্রুপে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। শেষ ম্যাচে আজ তারা খেলবে দুর্বল অ্যান্ডোরার বিপক্ষে। অ্যান্ডোরা বাছাই পর্বের ৯ ম্যাচের সবই হেরেছে, গোল হজম করেছে ১৯টি।
আজই চূড়ান্ত পর্বে উত্তরণ এবং প্লে-অফে খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন নিয়ে মাঠে নামবে 'এ' গ্রুপে বেলজিয়াম-তুরস্ক; 'বি' গ্রুপে রাশিয়া, রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর্মেনিয়া; 'সি' গ্রুপে এস্তোনিয়া, সার্বিয়া; 'ডি' গ্রুপে ফ্রান্স, বসনিয়া, হার্জেগোভিনা; 'ই' গ্রুপে সুইডেন, 'এফ' গ্রুপে গ্রিস, ক্রোয়েশিয়া; 'জি' গ্রুপে মন্টেনেগ্রো; 'এইচ' গ্রুপে পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে এবং 'আই' গ্রুপে স্কটল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। ওয়েবসাইট

No comments

Powered by Blogger.