কাসাবের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেছে সুপ্রিমকোর্ট

ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত আসামি মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ডাদেশ গতকাল স্থগিত করেছে দেশটির সুপ্রিমকোর্ট। বিচারপতি আফতাব আলম ও বিচারপতি সি. কে. প্রসাদকে নিয়ে গঠিত বেঞ্চ ওই স্থগিতাদেশ জারি করেছেন। কাসাব তার দণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করার পর গতকাল দণ্ডাদেশ স্থগিত রাখার নির্দেশ দেয়া হলো। কাসাবকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতেই এ আদেশ দেয়া হয়েছে বলে বিচারপতি আফতাব আলম জানিয়েছেন। আদালত কাসাবের বক্তব্য শোনার আগপর্যন্ত তার বিরুদ্ধে জারি করা মৃত্যুদণ্ডাদেশ স্থগিত থাকবে।


২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের দুটি বিলাসবহুল হোটেল এবং একটি রেলস্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ১৬৫ জন নিহত হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নয় বন্দুকধারী প্রাণ হারায়। মানুষ হত্যার দায়ে দোষী প্রমাণিত হওয়ায় গত বছরের মে মাসে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এ দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে গত ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্টে আপিল করলে তা নাকচ হয়ে যায়। এই হামলা-পরবর্তী সময়ে পাকিস্তান-ভারতের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.