কাসাবের মৃত্যুদণ্ড স্থগিত আপিল শুনানির নির্দেশ
মুম্বাই হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি আজমল আমির কাসাবের সাজা স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ ছাড়াও রায়ের বিরুদ্ধে করা তাঁর আপিল আবেদন শিগগির শুনানির নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি আফতাব আলম ও সি কে প্রসাদের বিশেষ বেঞ্চ এ নির্দেশ দেন।২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানভিত্তিক ১০ সদস্যের একটি জঙ্গিদল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে হামলা চালায়। এতে বিদেশিসহ ১৬৬ জন মারা যায়। হামলাকারী দলের একমাত্র জীবিত সদস্য হিসেবে কাসাবকে আটক করে নিরাপত্তা বাহিনী।
গত বছরের ৬ মে নিম্ন আদালত রায়ে কাসাবকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, হত্যার চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে তাকে এ সাজা দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে কাসাব বোম্বে হাইকোর্টে আপিল করে। এ বছরের ২১ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় নিম্ন আদালতের রায় বহাল রাখেন। পরে কাসাব এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল তার শাস্তি স্থগিত করে আপিল শুনানির নির্দেশ দেন আদালত।
বিচারপতি আফতাব আলম বলেন, 'অগ্রাধিকার ভিত্তিতে তার (কাসাব) আপিলের শুনানি করতে হবে। বিচার-ব্যবস্থার দাবি অনুযায়ীই আমাদের এ কাজ করতে হবে।'
কাসাব কারা কর্তৃপক্ষের সহযোগিতায় উচ্চ আদালতে আপিল করে। তার পক্ষে আইনি লড়াই করছেন রাজু রামচন্দ্রান। গতকাল আদালতের নির্দেশের পর তিনি বলেন, 'দেশের অনেক মানুষই মনে করেন, আদালত আপিল আবেদন খারিজ করে দেয় বা এর শুনানি হয় না। তবে আদালত শুনানির নির্দেশ দেওয়ায় আমরা খুশি।'
বিচারপতি আফতাব আলম ও রঞ্জন প্রকাশ দেশাইয়ের বেঞ্চে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ের কারাগারে আটক আছে কাসাব।
সূত্র : এএফপি, পিটিআই।
বিচারপতি আফতাব আলম বলেন, 'অগ্রাধিকার ভিত্তিতে তার (কাসাব) আপিলের শুনানি করতে হবে। বিচার-ব্যবস্থার দাবি অনুযায়ীই আমাদের এ কাজ করতে হবে।'
কাসাব কারা কর্তৃপক্ষের সহযোগিতায় উচ্চ আদালতে আপিল করে। তার পক্ষে আইনি লড়াই করছেন রাজু রামচন্দ্রান। গতকাল আদালতের নির্দেশের পর তিনি বলেন, 'দেশের অনেক মানুষই মনে করেন, আদালত আপিল আবেদন খারিজ করে দেয় বা এর শুনানি হয় না। তবে আদালত শুনানির নির্দেশ দেওয়ায় আমরা খুশি।'
বিচারপতি আফতাব আলম ও রঞ্জন প্রকাশ দেশাইয়ের বেঞ্চে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ের কারাগারে আটক আছে কাসাব।
সূত্র : এএফপি, পিটিআই।
No comments