গ্রামীণ, বাংলালিংক রবি ও সিটিসেল লাইসেন্স নবায়নের আবেদন করেছে

দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল ফোন লাইসেন্স নবায়নের জন্য রবি আজিয়াটা লিমিটেডসহ চারটি মোবাইল ঈফান অপারেটরই বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে। চলতি বছরের ১০ নভেম্বর অপারেটরগুলোরে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। লাইসেন্স নবায়ন নীতিমালা অনুসারে আজ (১১ অক্টোবর) ছিল এ বিষয়ে আবেদনের শেষ সময়।এ ছাড়া নীতিমালা অনুয়ায়ী দেশের এই চারচি মোবাইল ফোন অপারেটরকে চার কিস্তিতে আগামী দেড় বছরের মধ্যে প্রায় আট হাজার কোটি টাকা দিতে হবে।


গতকাল সকালে গ্রামীণফোন লিমিটেড, দুপুরে রবি আজিয়াটা লিমিটেড, বিকেলে প্যাসিফিক টেলিকম (সিটিসেল) আবেদনপত্র জমা দেয়।
রবিবার আবেদন জমা দিয়েছে বাংলালিংক। বিটিআরসিতে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিংয়ের মহাপরিচালক শহীদুজ্জামান এসব আবেদন গ্রহণ করেন।
গতকাল বিকেলে রবির পক্ষে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, এঙ্িিকউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স নবায়নের আবেদন জমা দেন। অন্যান্য ডকুমেন্ট জমা দেন মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) শহীদুজ্জামানের কাছে। এ সময় রবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলালিংকের আবেদনটি রবিবার জমা দেন পরিচালক (গভর্নমেন্ট রিলেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) জাকিউল ইসলাম ।

No comments

Powered by Blogger.