একনেকে উঠছে এক হাজার ২৭২ কোটি টাকার ৮ প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আজ। বৈঠকে অনুমোদনের জন্য ১ হাজার ২৭২ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প উত্থাপন করা হবে। এর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এ কথা জানা গেছে।আজকের একনেক সভায় যেসব প্রকল্প উত্থাপন করার কথা রয়েছে তার মধ্যে রয়েছে ৫০০ কোটি টাকা ব্যয়ে সমন্বিত কৃষি উত্পাদন প্রকল্প।
এছাড়া রয়েছে ২৯৪ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সমন্বিত পানিসম্পদ উন্নয়ন প্রকল্প, ১৫২ কোটি টাকা ব্যয়ে ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৭৪ কোটি টাকা ব্যয়ে ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্প ও ৬৯ কোটি টাকা ব্যয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প। এছাড়াও সেনাবাহিনীর জন্য ঢাকা সেনানিবাসে একটি উন্নয়ন প্রকল্প ও বিদ্যমান ১১টি কারিগরি ইনস্টিটিউটের উন্নয়ন প্রকল্প উঠছে একনেকের সভায়। আজ বিকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করার কথা রয়েছে।
No comments