একনেকে উঠছে এক হাজার ২৭২ কোটি টাকার ৮ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আজ। বৈঠকে অনুমোদনের জন্য ১ হাজার ২৭২ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প উত্থাপন করা হবে। এর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এ কথা জানা গেছে।আজকের একনেক সভায় যেসব প্রকল্প উত্থাপন করার কথা রয়েছে তার মধ্যে রয়েছে ৫০০ কোটি টাকা ব্যয়ে সমন্বিত কৃষি উত্পাদন প্রকল্প।


এছাড়া রয়েছে ২৯৪ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সমন্বিত পানিসম্পদ উন্নয়ন প্রকল্প, ১৫২ কোটি টাকা ব্যয়ে ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৭৪ কোটি টাকা ব্যয়ে ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্প ও ৬৯ কোটি টাকা ব্যয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প। এছাড়াও সেনাবাহিনীর জন্য ঢাকা সেনানিবাসে একটি উন্নয়ন প্রকল্প ও বিদ্যমান ১১টি কারিগরি ইনস্টিটিউটের উন্নয়ন প্রকল্প উঠছে একনেকের সভায়। আজ বিকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.