মেসি আছে তাই বার্সেলোনা স্পেনকেও হারাবে
সেখানেও এই জাভি-ইনিয়েস্তারাই খেলেন। আছেন ভিয়া-পুয়োল-বুস্কেটসের মতো বার্সেলোনার অন্য তারকারাও। স্পেন দলটা সেই অর্থে বার্সেলোনারই অন্য একটা রূপ। শুধু পার্থক্য সেখানে লিওনেল মেসি নেই এবং এই একটা কারণেই স্পেনেরও চেয়ে বার্সেলোনাকে এগিয়ে রাখছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। শুধু মেসি আছে বলেই ইউরো ও বিশ্বকাপের মুকুটধারীদের চেয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ীরা বেশি নিখুঁত। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে তাই বার্সেলোনাই তাঁর কাছে এ মুহূর্তের সেরা দল।দিন কয়েক আগে মেসির জাতীয় দল আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলাও ঠিক একই রকম কথা বলেছিলেন।
বার্সেলোনা যদি বিশ্বকাপ খেলার সুযোগ পেত তাহলে নাকি তারাই চ্যাম্পিয়ন হতো। বেকেনবাওয়ারের বার্সেলোনাপ্রেম সাবেলার চেয়ে কম নয় কোনো অংশে। জার্মান একটা ফুটবল ম্যাগাজিনের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনিও বেশ উদারভাবেই প্রশংসা করেছেন পেপ গার্দিওলার দলের, 'বার্সেলোনা ফুটবলের নতুন মানদণ্ড দাঁড় করিয়েছে। ওরাই এখন সবচেয়ে নিখুঁত ফুটবল খেলে। তাদের খেলার সৌন্দর্য, বলের ওপর নিয়ন্ত্রণ সব কিছুই অসাধারণ। আমার বিশ্বাস তারা চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা পরেরবারও ধরে রাখবে।'
ক্লাব পর্যায়ে যেমন বার্সেলোনা, আন্তর্জাতিক পর্যায়ে তেমনি স্পেনের সাফল্যগাথা চলছে বেশ কয়েক বছর ধরে। ইউরো ২০০৮ ও সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। কিন্তু তার পরেও গুণগত মানের বিবেচনায় স্পেনের চেয়ে বার্সেলোনাকে এগিয়ে রাখতে কোনো দ্বিধা করেননি জার্মান কিংবদন্তি এবং এর কারণটাও জানিয়েছেন একেবারে ব্যাখ্যা করে, 'তারা (বার্সেলোনা) স্পেন জাতীয় দলের চেয়েও ভালো কারণ তাদের লিওনেল মেসির মতো একজন ফুটবলার আছে।' বেকেনবাওয়ারের কাছে তিনিই বার্সেলোনার সাফল্যের সবচেয়ে বড় রূপকার। জাতীয় দলের হয়ে সেভাবে আলো না ছড়ালেও কেবল বার্সেলোনায় উজ্জ্বল পারফরম্যান্সে টানা দুবারের ফিফা বর্ষসেরা হয়েছেন_এই তথ্যটাও সবারই জানা। তবে মেসি আর বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ হতে গিয়ে সাবেক জার্মান বিশ্বকাপজয়ী অধিনায়ক স্পেনকে উড়িয়ে দিচ্ছেন না একেবারেই। বরং আন্তর্জাতিক ফুটবলে এখনো স্পেনই রাজা এবং সামনের বছর পোল্যান্ড-ইউক্রেনে হতে যাওয়া ইউরোতেও তারাই সবচেয়ে ফেভারিট থাকবে বলে বিশ্বাস তাঁর, 'ইউরো জয়ের জন্য স্পেনই সবচেয়ে বড় দাবিদার কারণ এ মুহূর্তে তারাই বিশ্বসেরা জাতীয় দল।' স্পেনের পরেই শিরোপার অন্য দাবিদার হিসেবে জার্মানি আর ফ্রান্সকে এগিয়ে রাখছেন বেকেনবাওয়ার, 'ইদানীং জার্মানিও অনেক উন্নতি করেছে, সুতরাং তাদেরও হিসাবে রাখতে হবে। যদিও গত কয়েক বছরে সব আজেবাজে কারণে ফ্রান্স সংবাদের শিরোনাম হয়েছে কিন্তু এখন তাদের একটু গোছানো লাগছে। আমি ওদের কাছ থেকেও চমকের আশা করছি।' গোলডটকম
ক্লাব পর্যায়ে যেমন বার্সেলোনা, আন্তর্জাতিক পর্যায়ে তেমনি স্পেনের সাফল্যগাথা চলছে বেশ কয়েক বছর ধরে। ইউরো ২০০৮ ও সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। কিন্তু তার পরেও গুণগত মানের বিবেচনায় স্পেনের চেয়ে বার্সেলোনাকে এগিয়ে রাখতে কোনো দ্বিধা করেননি জার্মান কিংবদন্তি এবং এর কারণটাও জানিয়েছেন একেবারে ব্যাখ্যা করে, 'তারা (বার্সেলোনা) স্পেন জাতীয় দলের চেয়েও ভালো কারণ তাদের লিওনেল মেসির মতো একজন ফুটবলার আছে।' বেকেনবাওয়ারের কাছে তিনিই বার্সেলোনার সাফল্যের সবচেয়ে বড় রূপকার। জাতীয় দলের হয়ে সেভাবে আলো না ছড়ালেও কেবল বার্সেলোনায় উজ্জ্বল পারফরম্যান্সে টানা দুবারের ফিফা বর্ষসেরা হয়েছেন_এই তথ্যটাও সবারই জানা। তবে মেসি আর বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ হতে গিয়ে সাবেক জার্মান বিশ্বকাপজয়ী অধিনায়ক স্পেনকে উড়িয়ে দিচ্ছেন না একেবারেই। বরং আন্তর্জাতিক ফুটবলে এখনো স্পেনই রাজা এবং সামনের বছর পোল্যান্ড-ইউক্রেনে হতে যাওয়া ইউরোতেও তারাই সবচেয়ে ফেভারিট থাকবে বলে বিশ্বাস তাঁর, 'ইউরো জয়ের জন্য স্পেনই সবচেয়ে বড় দাবিদার কারণ এ মুহূর্তে তারাই বিশ্বসেরা জাতীয় দল।' স্পেনের পরেই শিরোপার অন্য দাবিদার হিসেবে জার্মানি আর ফ্রান্সকে এগিয়ে রাখছেন বেকেনবাওয়ার, 'ইদানীং জার্মানিও অনেক উন্নতি করেছে, সুতরাং তাদেরও হিসাবে রাখতে হবে। যদিও গত কয়েক বছরে সব আজেবাজে কারণে ফ্রান্স সংবাদের শিরোনাম হয়েছে কিন্তু এখন তাদের একটু গোছানো লাগছে। আমি ওদের কাছ থেকেও চমকের আশা করছি।' গোলডটকম
No comments