ভারতে চাকরি সন্ধানকারী পশ্চিমাদের সংখ্যা বাড়ছে
পশ্চিমা দেশগুলোর অর্থনীতি গভীর সঙ্কটের মধ্যে থাকার কারণে ভারতের বাজারে ওইসব দেশের চাকরি প্রার্থীর সংখ্যা শতকরা ১৫ ভাগ বেড়ে গেছে বলে ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া'র খবরে দাবি করা হয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ভারতের বিভিন্ন সেক্টরে প্রায় ৪০ হাজার বিদেশি কাজ করছে। এদের বেশিরভাগ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী। শিল্প খাতের এক জরিপের বরাত দিয়ে এতে আরও বলা হয়েছে, চলতি বছর শুরু থেকে ভারতে আসা বিদেশি চাকরিজীবীর সংখ্যা শতকরা ১৫ থেকে ২০ ভাগ বেড়েছে।
পশ্চিমা দেশগুলোতে উচ্চ আয়কর এবং ইন্টারনেটের মাধ্যমে অন্য দেশের লোক দিয়ে কাজ করানোর প্রবণতার কারণে চাকরির বাজারে চরম মন্দাভাব বিরাজ করছে। অন্যদিকে ভারতে চাকরি পশ্চিমা চাকরিজীবীদের বায়োডাটায় মূল্যবান অভিজ্ঞতা যোগ করছে, কারণ, এর ফলে বোঝা যায়, এসব ব্যক্তি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে অভ্যস্ত। ভারতে এসব পশ্চিমা নাগরিকের ব্যাংকিংসহ অন্যান্য অর্থনৈতিক খাতে নিয়োগ দেয়া হচ্ছে।
No comments