ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর : ঢাকা ও চট্টগ্রামে বাজার অভিযান : জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গতকাল ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করেছে। বাণিজ্য মন্ত্রণালয় অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল ঢাকার কেরানীগঞ্জে এবং অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জুবায়ের আহমেদের নেতৃত্বে চট্টগ্রাম শহরের কর্নেলহাট বাজার ও জিইসি মোড় এলাকায় পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করা হয়।


কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা এলাকার এফএনএফ চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট, আমিরাবাগ এলাকার শৈলী বেকারি অ্যান্ড দাদু কনফেকশনারি ও কুসুম বেকারিকে অবৈধ উপায়ে, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ করায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধে মোট ১২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন সহায়তা করে।
অধিদফতরের নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

No comments

Powered by Blogger.