ক্ষমতায় ফিরে আসতে চান দুভালিয়ের

হাইতির সাবেক একনায়ক জাঁ-ক্লদ ‘বেবি ডক’ দুভালিয়ের ক্ষমতায় আবার ফিরে আসতে চান বলে জানিয়েছেন তাঁর সহযোগীরা। এতে হাইতির রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুভালিয়ের অবশ্য গতকাল বুধবার এক বিবৃতিতে ক্ষমতায় ফিরে আসার মনোভাবের কথা নাকচ করে দিয়েছেন। তবে তিনি রাজনীতিতে ভূমিকার রাখার বিষয়টি উড়িয়ে দেননি।
দুভালিয়েরের আইনজীবী রেনল্ড জর্জেস বলেন, ‘তিনি (দুভালিয়ের) আজীবন হাইতিতে থাকবেন, এটা তো তাঁরই দেশ। তিনি রাজনীতি করবেন, এটা তাঁর অধিকার। একজন রাজনীতিবিদের মৃত্যু নেই।’ রেনল্ড বলেন, দুভালিয়ের তাঁর পুরোনো বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অপর সহযোগী হেনরি রবার্ট স্টার্লিন বলেন, নভেম্বরের বিতর্কিত নির্বাচন বাতিল করতে আমাদের সব ধরনের ব্যবস্থা নিতে হবে। এতে নতুন করে নির্বাচন হবে, যেখানে দুভালিয়ের অংশ নিতে পারবেন।
ফ্রান্সে হাইতির সাবেক রাষ্ট্রদূত হেনরি স্টার্লিন নিজেকে দুভালিয়েরের মুখপাত্র বলে দাবি করে থাকেন। তিনি দাবি করেন, দুভালিয়ের পুনরায় নির্বাচিত হবেন। ২৫ বছর আগে ক্ষমতা হারান দুভালিয়ের। তাঁর বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

No comments

Powered by Blogger.